X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পদ্মশ্রী পেলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক
২৬ জানুয়ারি ২০২০, ০০:১০আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:২৮

কঙ্গনা রনৌত ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পেলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। পারফর্মিং আর্টে অসাধারণ নৈপুণ্যের সুবাদে এই অর্জন লেখা হলো তার নামের পাশে। স্বপ্ন দেখা সাহসী সব নারীকে খেতাবটি উৎসর্গ করেছেন তিনি।

এক বিবৃতিতে কঙ্গনা বলেন, ‘আমি ধন্য ও সম্মানিত। এই স্বীকৃতির জন্য আমার দেশকে ধন্যবাদ জানাই। স্বপ্ন দেখার সাহস আছে এমন সব মেয়ে ও মায়েদের এটি উৎসর্গ করছি। আমাদের দেশের ভবিষ্যতের রূপকার সব নারীর স্বপ্নকেও সালাম জানাই।’

এদিকে শুক্রবার (২৪ জানুয়ারি) মুক্তি পেয়েছে কঙ্গনার নতুন ছবি ‘পাঙ্গা’। এতে জয়া নিগাম চরিত্রে তার অভিনয় প্রশংসিত হচ্ছে। ছবিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি। শনিবার রাতে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘সে স্বপ্ন দেখে। জেতে। সম্মানজনক পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় প্রিয় কঙ্গনাকে অভিনন্দন। নির্ভীক মানসিকতার জন্য তোমাকে নিয়ে গর্ব হয়। নিজের ওপর বিশ্বাস রেখে সব প্রতিকূলতাকে জয় করেছো তুমি। সর্বোপরি তুমি একজন অনুপ্রেরণাকারী বন্ধু ও অভিনয়শিল্পী।’

কঙ্গনা রনৌত অশ্বিনী আইয়ার তিওয়ারি আরও বলেন, ‘খুব অল্প সংখ্যক মানুষই কেবল নিজের পাশাপাশি অন্যদেরও স্বপ্ন দেখাতে পারেন। কঙ্গনা তাদের অন্যতম। অনেক চ্যালেঞ্জ ও সীমিত সমর্থন সত্ত্বেও আন্তরিকতা আর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সাফল্যের শিখরে উঠে এসেছেন তিনি। তার পদ্মশ্রী স্বীকৃতি আমাদের দেশের আরও অনেক নারীকে নির্ভয়ে নিজের পছন্দমতো পথে এগিয়ে চলার উৎসাহ দেবে।’

অসাধারণ স্বীকৃতি পাওয়ায় কঙ্গনাকে অভিনন্দন জানিয়েছেন তার বোন রঙ্গোলি চান্ডেল। তিনি টুইটারে লিখেছেন, ‘একাধিক জাতীয় পুরস্কার জয়ী অভিনয়শিল্পী ও পরিচালক কঙ্গনা রনৌত ৩২ বছর বয়সে ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার পদ্মশ্রী পেলেন।’
অভিনয় ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কঙ্গনা। ‘ফ্যাশন’, ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু’ তাকে এসব স্বীকৃতি এনে দিয়েছে।

করণ জোহর, একতা কাপুর ও আদনান সামি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারি) পদ্মশ্রী বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। কঙ্গনার পাশাপাশি এবার এই খেতাবে ভূষিত হয়েছেন সংগীতশিল্পী আদনান সামি, সুরেশ ওয়াদকার, বলিউডের প্রযোজক-পরিচালক করণ জোহর, প্রযোজক একতা কাপুর, টিভি অভিনেত্রী সারিতা জোশি।

এ বছর শিল্পকলা, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, শিল্প-বাণিজ্য, ক্রীড়া, সমাজকর্ম, বিজ্ঞান ও প্রকৌশল খাতের ১১৮ জন প্রখ্যাত ব্যক্তিকে পদ্মশ্রী দিয়েছে ভারত সরকার। এছাড়া সাত জন পদ্মবিভূষণ ও ১৬ জন পদ্মভূষণ পেয়েছেন।

সবাইকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটারে লিখেছেন, ‘যারা পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। তারা ভারতের সমাজ, জাতি ও মানবতায় অসাধারণ অবদান রেখেছেন।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!