X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সংগীতশিল্পী অভিনয় করলেন প্রযোজক চরিত্রে!

সুধাময় সরকার
২৮ জানুয়ারি ২০২০, ২০:০৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৬:০৭

সংগীতশিল্পী অভিনয় করলেন প্রযোজক চরিত্রে! সংগীতশিল্পী মিলন মাহমুদকে দেখা যাবে নাটক-সিনেমার প্রযোজক হিসেবে! তবে সেটি বাস্তবে নয়, চরিত্রের প্রয়োজনে।
সদ্য নির্মিত ‘আমার মেয়ে নায়িকা’ নামের ওয়েব সিরিজে এভাবেই পাওয়া যাবে এই সংগীতশিল্পীকে। ১০ পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন মাসুদ সেজান।
এতে মিলন মাহমুদ ছাড়াও অভিনয় করেছেন শামীমা নাজনীন, সিফাত শাহরীন, নিকুল কুমার মণ্ডল, সাজ্জাদ রেজা, মুসাফির সৈয়দ, ইকবাল হোসাইন প্রমুখ।
অভিনয়ে এবারই কি প্রথম? জবাবে মিলন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বহুকাল আগে, যখন চ্যানেল ওয়ান ছিল, তখন একটি একক নাটকে অভিনয় করেছি। সেটাও পরিচালকের অনুরোধ। এবারও তাই ঘটলো। তবে ওয়েব সিরিজে এবারই প্রথম। চরিত্রটিও বেশ মজার। মন্দ চরিত্রও বলতে পারেন! জানি না, অভিনয় কেমন করলাম।’
নিজের চরিত্রটির বর্ণনা দিতে গিয়ে মিলন মাহমুদ বলেন, ‘মাসুদ সেজানের কাজ যেমন হয়। নানা স্যাটায়ারের মাধ্যমে সমাজ কিংবা সংস্কৃতির অনিয়মগুলো তুলে আনা। তো এখানে প্রযোজক চরিত্রটি যা হওয়ার তাই। এতে আমি একজন নাটক-সিনেমার প্রযোজক। যে কি না, শিল্প-সংস্কৃতির কিছুই বোঝে না। বোঝার আগ্রহটাও নেই। তার একটাই লক্ষ্য, সুন্দরী নায়িকা! নায়িকা পছন্দ না হলে এক টাকাও ইনভেস্ট করে না এই প্রযোজক! আমি জানি না, চরিত্রটি কতটা ফোটাতে পেরেছি। তবে পুরো প্রজেক্টটি বেশ মজার ও শিক্ষণীয় বলে মনে হয়েছে।’
সংগীতশিল্পী অভিনয় করলেন প্রযোজক চরিত্রে! শুধু মন্দ চরিত্রে অভিনয় করেই থেমে যাননি সংগীতশিল্পী মিলন মাহমুদ। সিরিজের নিজের সুর-সংগীতে তৈরি করেছেন একটি থিম সং। ‘ধাক ধাক’ শিরোনামের এই গানটি ওয়েব সিরিজে ব্যবহার হয়েছে সিনেমার ঢংয়ে, কোরিওগ্রাফির মাধ্যমে। এতে কণ্ঠ দিয়েছেন মিলন মাহমুদ ও শারমিন দিপু। লিখেছেন নির্মাতা মাসুদ সেজান নিজেই। গানটির সংগীতায়োজনে সহযোগিতা করেছেন রবিন রৌফ।
মিলন মাহমুদ বলেন, ‘অভিনয়ের পাশাপাশি গানটি তৈরি করেও মজা পেয়েছি। দেখা যাক, একসঙ্গে গান আর অভিনয় দেখে আমার ভক্তরা কী বলে।’
সিরিজটির নাট্যকার, নির্মাতা ও প্রযোজক মাসুদ সেজান জানান, ৯ ফেব্রুয়ারি থেকে পার্বণ টিভি ফিকশন নামের ইউটিউব চ্যানেলে সিরিজটি উন্মুক্ত করা হবে ধারাবাহিকভাবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’