X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এই দম্পতিকে ঘিরে এবারের ‘পাঁচফোড়ন’!

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৭

নব দম্পতির চরিত্রে নাদিয়া ও সাঈদ বাবু ভালোবাসা দিবস উপলক্ষে ফাগুন অডিও ভিশন এবারও নির্মাণ করেছে ‘পাঁচফোড়ন’ এর বিশেষ পর্ব।
গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এটিএন বাংলায় প্রচারের জন্য এই বিশেষ অনুষ্ঠানটি নির্মাণ করে আসছেন নন্দিত উপস্থাপক-নির্মাতা হানিফ সংকেত।
তিনি জানান, এবারের ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে ভালোবাসা দিবসে এক নব দম্পতির সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু ও নাদিয়া।
এই দম্পতির সংসারে ঘটে যাওয়া নানা ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম।
এবারের পর্বে মূল গান রয়েছে ২টি। একটি গেয়েছেন ডলি সায়ন্তনী। গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। অন্যদিকে ভালোবাসার বিভিন্ন স্পটকে ঘিরে রয়েছে আরেকটি ভিন্ন ধরনের গান। এর সংগীতায়োজন করেছেন মেহেদী এবং কণ্ঠ দিয়েছেন কমল ও রিয়াদ।

প্রিয়জনের জন্য তালা ঝুলিয়ে ভালোবাসার বন্ধনকে ধরে রাখতে রাঙামাটি শহরের কাপ্তাই হৃদের পাড়ে ‘লাভ লক পয়েন্ট’ এর ওপর রয়েছে একটি প্রতিবেদন। ওবাইদুর ও সিআরপির ফটোগ্রাফার শারীরিক প্রতিবন্ধী মহুয়া আক্তার মুক্তার নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ভালোবাসার সংসার গড়ার ওপর রয়েছে আরেকটি প্রতিবেদন।
ডলি সায়ন্তনী এছাড়াও ভালোবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে রয়েছে বেশ কিছু মজাদার নাট্যাংশ। এতে অভিনয় করেছেন- কামাল বায়েজিদ, আমিন আজাদ, নজরুল ইসলাম, তারিক স্বপন, নিসা, আনোয়ার শাহী, শামীম, সাজ্জাদ সাজু, তন্নী গ্লোরিয়াসহ আরও অনেকে।
ফাগুন অডিও ভিশন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ২৫ মিনিটে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়