X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘প্যারাসাইট’ অস্কার জেতায় ট্রাম্পের উপহাস

বিনোদন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০০:০২

ডোনাল্ড ট্রাম্প, অস্কার হাতে বং জুন-হো দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’ অস্কারে ইতিহাস গড়ে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতায় উপহাস করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার চাওয়া, ‘গন উইথ দ্য উইন্ড’ ও ‘সানসেট বুলভার্ড’-এর (১৯৩৯) মতো ধ্রুপদী ছবি ফিরে আসুক হলিউডে।

কলোরাডো রাজ্যের কলোরাডো স্প্রিংসে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক জনসমাবেশে ট্রাম্প শুরুতে কটাক্ষ করেন, ‘এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কতটা বাজে মনে হয়েছে? দেখেছেন আপনারা?’ এরপর দুই হাত এমন ভঙ্গিতে নাড়ালেন, তার মানে দাঁড়ায়, ‘কী আর বলবো!’

এরপর অস্কার উপস্থাপককে অনুকরণের ছলে প্রেসিডেন্ট বলে ওঠেন, ‘অ্যান্ড দ্য উইনার ইজ অ্যা মুভি ফ্রম সাউথ কোরিয়া (পুরস্কারটি জিতেছে দক্ষিণ কোরিয়ার ছবি)।’ এরপর তার মুখে শোনা গেলো, ‘এসবের মানে কী? বাণিজ্য নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের (আমেরিকা) এমনিতেই অনেক সমস্যা। এতকিছুর পরেও তারা (অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস) সেরা চলচ্চিত্রের পুরস্কার দিয়ে দিলো তাদের। এটা কী ভালো হলো? আমি জানি না।’

হাজার হাজার সমর্থকের সামনে ট্রাম্প নিজের পছন্দ তুলে ধরেন, “আমরা কি ‘গন উইথ দ্য উইন্ড’-এর মতো কাজ ফিরে পেতে পারি? এমন ছবির জন্যই আমি উন্মুখ হয়ে থাকি।” অস্কারে ৮০ বছর আগে সেরা চলচ্চিত্রসহ আটটি পুরস্কার জিতেছিল ভিক্টর ফ্লেমিং পরিচালিত এই ছবি। এর প্রেক্ষাপট ছিল আমেরিকার গৃহযুদ্ধ। তবে বর্ণবৈষম্যের কারণে সমালোচিত হয়েছিল এটি।

বং জুন-হো জনসমাবেশে বিলি ওয়াইল্ডার পরিচালিত ‘সানসেট বুলভার্ড’ ছবির কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘কত দারুণ ছবিই না হতো আগে।’ এরপর আবারও ‘প্যারাসাইট’কে উপহাস করতে তার মুখ থেকে বেরিয়ে আসে, ‘দ্য উইনার ইজ ফ্রম সাউথ কোরিয়া (অস্কার জিতেছে দক্ষিণ কোরিয়া)। আমি তো ভেবেছিলাম, এটি সেরা বিদেশি ভাষার ছবি। কিন্তু না, এটি কিনা পেলো সেরা চলচ্চিত্র পুরস্কার। এমন বাজে সিদ্ধান্ত কি আগে কখনও দেখেছেন?’

‘প্যারাসাইট’-এর মাধ্যমে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২ বছরের ইতিহাসে প্রথমবার ইংরেজি ব্যতীত অন্য ভাষার ছবি সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র স্বীকৃতি পেয়েছে এটি। এছাড়া সেরা পরিচালক ও মৌলিক চিত্রনাট্যকার পুরস্কার দুটি পেয়েছেন বং জুন-হো। আধুনিক সিউলে ধনী-গরিবের ব্যবধানকে উপজীব্য করে সামাজিক ব্যাঙ্গাত্মক ছবিটি বানিয়েছেন তিনি। কোরিয়ান ভাষায় তৈরি হলেও এতে ইংরেজি সাবটাইটেল আছে।

ট্রাম্পের সমালোচনার জবাব দিয়ে ‘প্যারাসাইট’-এর পরিবেশনা সংস্থা উপহাস করে বলেছে, ‘বুঝতে পেরেছি, তিনি ছবি বোঝেন না।’

দৃশ্য: ‘প্যারাসাইট’ এবারের অস্কারে সেরা সহ-অভিনেতা বিভাগে ব্র্যাড পিটের পুরস্কার জয় নিয়েও একই জনসমাবেশে বিরক্তি প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার কথায়, ‘ছেলেটার অভিনয় কখনোই ভালো লাগে না আমার। তার মেধার পরিমাণ যৎসামান্য।’

কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড’ ছবিতে সুদর্শন স্টান্টম্যানের চরিত্রে দারুণ অভিনয়ের সুবাদে অস্কার জেতেন পিট। সোনালি ট্রফি গ্রহণের পর অনুভূতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে পদচ্যুত করতে ট্রাম্প প্রশাসনের যত সময় লেগেছে তার চেয়েও বেশিক্ষণ (৪৫ সেকেন্ড) কথা বলতে পারছি!’

২০১৯ সালের ১১ সেপ্টেম্বর জন বোল্টনকে বহিষ্কার করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মতের অমিল হওয়ায় দেড় বছরেরও কম সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর পদচ্যুত হন তিনি।

সূত্র: রয়টার্স, বিবিসি

/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা