X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউজে রুনা লায়লার অ্যালবাম

বিনোদন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ১৪:০৬আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৭:০৭

অনুষ্ঠানে অতিথিরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। উপমহাদেশের বিখ্যাত শিল্পীদের নিয়ে তার তৈরি করা অ্যালবাম ‘লিজেন্ডস ফরএভার’-এর প্রকাশনা আয়োজন হয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্য হাউজ অব লর্ডসে।

গত ১১ মার্চ এটির মোড়ক উন্মোচন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভারতীয় গজলশিল্পী অনুপ জালোটা, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম, হাউজ অব কমনসের এমপি সীমা মালহোত্রাসহ অনেকে।

রুনা লায়লার সুর করা ‘লিজেন্ডস ফরএভার’ অ্যালবামে গান গেয়েছেন আশা ভোঁসলে, রাহাত ফতেহ আলী খান, হরিহরণ, আদনান সামি ও রুনা লায়লা নিজে। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও কবির বকুল।

গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি লন্ডনে পাঁচটি গানের ট্র্যাক তৈরির কাজ শুরু হয়। সংগীতায়োজনে ছিলেন রাজা কাশ্যপ। যুক্তরাজ্যের দ্য হাউস অব লর্ডসে ‘লিজেন্ডস ফরএভার’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রুনা লায়লা, অনুপ জালোটা ও  পেছনে রাজা কাশ্যপ ও রুবাইয়াত।

নিজের সুরে প্রথম অ্যালবামের মোড়ক উন্মোচন যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবনে হওয়ায় দিনটিকে স্মরণীয় মনে করছেন রুনা। তিনি জানান, প্রথমবার কোনও গানের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে দ্য হাউজ অব লর্ডসে।
নন্দিত এ গায়িকা বলেন, ‘অতিথি এবং এ অ্যালবামের পৃষ্ঠপোষক সবাইকে ধন্যবাদ। এটি সত্যি আমার জীবনের জীবনের স্মরণীয় একটি দিন, অসাধারণ মুহূর্তও।’

এদিকে ‘লিজেন্ডস ফরএভার’ অ্যালবাম নিয়ে বিবিসি তার একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছে। সেখানে তিনি অ্যালবাম তৈরির পেছনের গল্পটা বলেছেন। অতিথি হিসেবে বক্তব্য রাখছেন হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম
বলেন, ‘‘আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন আলমগীর (চিত্রনায়ক) সাহেব। তার প্রযোজনা ও পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের জন্যই আমার প্রথম সুর করা। এরপর আমার সুর ও সংগীতে এ প্রজন্মের কয়েকজন শিল্পী গান গেয়েছেন। দেশের শিল্পীদের গাওয়া গানগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে সাংবাদিক রাফি হোসেন একদিন কথায় কথায় বলেন, ‘আপনার সুরে তো আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীরাও গাইতে পারেন। তাহলে গানগুলো আরও বেশি আলোচিত হবে।’ তখনই বিষয়টি আমাকে বেশ ভাবায়। মূলত এরপর থেকেই অ্যালবামের কাজের শুরু।’’

গত বছরের ১৩ ডিসেম্বর সিটি ব্যাংকের এমএক্স কার্ডের প্রযোজনায় প্রকাশিত হয় ‘রুনা লায়লা ফিচারিং লিজেন্ডস ফরএভার’ শিরোনামে পাঁচটি গানের ভিডিও। এরপর যুক্তরাজ্যে হলো এই প্রকাশনা উৎসব।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল