X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৮ মার্চ থেকে সারাদেশে মঞ্চনাটকের প্রদর্শন-মহড়া বন্ধ

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২০, ১৮:৪৩আপডেট : ১৭ মার্চ ২০২০, ২০:২০

দেশ নাটকের ‘নিত্যপূরাণ’ নাটকের একটি দৃশ্য প্রেক্ষাগৃহের পর এবার ঘোষণা এলো মঞ্চনাটক বন্ধের।
মহামারি করোনা ভাইরাসের কারণে এবার ১৮ মার্চ থেকে বন্ধ থাকবে দেশের সবস্থানে নাটক প্রদর্শনী, মহড়া ও এর কার্যক্রম। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ ও শিল্পকলা একাডেমি।
ইতোমধ্যে আজ (১৭ মার্চ) শিল্পকলা একাডেমিতে নাটকের দল দৃশ্যকাব্যের পূর্বনির্ধারিত প্রদর্শনী বাতিল করা হয়েছে।
কামাল বায়েজিদ বলেন, ‘জনসমাগম যেন না হয়, এ জন্য মঞ্চনাটক প্রদর্শনী ও মহড়াসহ এর সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সবার আগে জীবনের ঝুঁকি মোকাবেলা করতে হবে। এ জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।’
এই বিষয়ে নির্দেশনা সংশ্লিষ্ট নাট্যদলগুলোকেও জানিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সারা দেশের নাট্যদলগুলোকেও গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে এই পরিস্থিতিতে নাট্য প্রদর্শনী না করার জন্য আহ্বান জানানোর কাজ চলছে।
এদিকে করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল (১৬ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি নিজেদের বৈঠক শেষে এ ঘোষণা দেয়। তবে সিনে মাল্টিপ্লেক্সগুলো এর আওতার বাইরে থাকবে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!