X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এবার করোনা সচেতনতা নিয়ে হাজির গাল্লিবয় (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৯ মার্চ ২০২০, ১৫:৪৮আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৮:১১

গাল্লিবয় তবীব ও রানা মহামারি করোনা রোগ প্রতিরোধে সচেতনতামূলক গান নিয়ে হাজির হয়েছেন আলোচিত গানের জুটি তবীব মাহমুদ ও পথশিশু রানা মৃধা। কথোপকথনের মতো করে প্রশ্ন-উত্তরের মাধ্যমে করোনা প্রতিরোধের পদ্ধতিগুলো তুলে ধরা হয়েছে এতে।
গতকাল (১৮ মার্চ) তবীব মাহমুদের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে।
বরাবরের মতোই এটির গীতি রচনা করেছেন তবীব। গানটির শেষ দিকে যুক্ত হয়েছে আরও দুটি কণ্ঠ। তারা হলেন শুভ্র রাহা ও একে হাসান।
গানের শুরুতে গাল্লিবয় রানা মৃধাকে প্রশ্ন করে তবীব বলেন, ‘একটি রোগের নাম ভাইরাস করোনা, এই ব্যাপারে কী তোর আছে কোনও ধারণা?’ প্রত্যুত্তরে রানা বলে, ‘জানি না, আমি ভাই এত কিছু বুঝি না।’।
এরপর কথোপকথনের মাধ্যমে করোনাভাইরাস এবং এর প্রতিরোধ নিয়ে তারা কথা বলেন। গানে উঠে আসে গৃহহীন মানুষের সাবান কিনে হাত ধুতে না পারার কথাও।
গত বছর পথশিশু রানাকে নিয়ে গান করে তুমুল আলোচনায় আসেন তবীব। এরপর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিয়মিতই গানে গানে কথা বলে গেছেন তারা। সামাজিক অসঙ্গতি নিয়েও গান করেন তারা। এবারই প্রথম এলেন রোগ-সচেতনতামূলক গান নিয়ে।
রূপকথার রাজকুমারের মতোই ‘গাল্লিবয়’ রানার উত্থান। কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম গান ‘গাল্লিবয়’ প্রকাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাসান তবীব। এই জুটি এরপর আনে ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’। এসেছে ‘হিপহপ পুলিশ’ সিরিজ গান।
ভিডিও:

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য