X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইলিশের ‘অঘোষিত’ শুভেচ্ছাদূত জ্যোতি

বিনোদন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ০০:০৩আপডেট : ২২ মার্চ ২০২০, ১৫:০০

  জ্যোতি ও বাবু জাতীয় মাছ ইলিশের প্রজননের সময় এর ছোট পোনা বা ঝাটকা ধরতে বরাবরই বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালিয়ে আসে সরকার।

বিগত কয়েক বছরই এটা নিয়ে নির্মিত হয়েছে নাটিকা। আর সেখানে দেখা গেছে প্রশংসিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। এবার তার ব্যতিক্রম হয়নি। যার ফলে পরপর চারবার এ শিল্পীকে পাওয়া গেল এমন প্রচারণামূলক কার্যক্রমে।

গতকাল (২০ মার্চ) পূবাইলে এর দৃশ্যধারণ হয়েছে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি ও ফজলুর রহমান বাবু। এটি পরিচালনা করেছেন রবিন আহমেদ।

এখানে বাবু জেলে ও জ্যোতিকে তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।

বিষয়টি নিয়ে জ্যোতি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পর পর চারবার ইলিশের প্রমোশনে কাজ করলাম। আনঅফিসিয়ালি নিজেকে শুভেচ্ছাদূত মনে হচ্ছে। ধন্যবাদ এর নির্মাতা ও প্রযোজককে এমন একটা কাজে বারবার আমাকে নির্বাচন করার জন্য। খুবই ভালো লাগছে।’

৩০ জুন পর্যন্ত ঝাটকা ধরা নিষেধ। এছাড়া অক্টোবর নভেম্বর পর্যন্ত ইলিশের ডিম পাড়ার সময় এ সময়ও মা মাছ ধরা বন্ধ থাকে। তাই এ সময়ে অনেকটা ক্ষতির মুখে পড়েন জেলেরা। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে সরকার। দেওয়া হয় সেলাই মেশিন, প্রয়োজনীয় সামগ্রীসহ সহায়তা। এবারের নাটিকার বিষয়বস্তুও এটা। পাশাপাশি মুজিব জন্মশতবর্ষের কথাও এতে থাকছে।

জ্যোতি জানালেন, বিটিভির জন্য এটি নির্মাণ করেছে মৎস অধিদফতর। শিগগিরই এর প্রচার শুরু হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী