X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

মারুফ করোনায় আক্রান্ত হয়েছে: কাজী হায়াৎ

বিনোদন রিপোর্ট
২৮ মার্চ ২০২০, ২৩:২০আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৫:১৭

কাজী মারুফ।

যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক কাজী মারুফ। 
তার স্ত্রীর শরীরেও একই ভাইরাস সংক্রমিত হয়েছে বলে জানিয়েছেন মারুফের বাবা ও খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ। যার ফলে প্রথমবারের মতো বিনোদন অঙ্গনের কোনও শিল্পী মহামারি করোনায় আক্রান্ত হলেন। 

মারুফ সস্ত্রীক নিউ ইয়র্কে আইসোলেশনে আছেন। কাজী হায়াৎ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল (২৭ মার্চ) তাদের পরীক্ষা করা হয়। আর এতে করোনা পজিটিভ এসেছে। এখন তারা নিউইয়র্কের বাসায় আইসোলেশনে আছে। তবে তাদের দুটি সন্তান সুস্থ আছে। বাচ্চা দুটিকে আলাদা রাখা হয়েছে।’

জানান, আগামী ১ এপ্রিল তাদের দেশে আসার কথা ছিল। কিন্তু আপাতত তা হচ্ছে না।

কাজী হায়াৎ আরও বলেন, ‘সেখানে মারুফের মামা আছেন। কিছুদিন আগে ওর শ্বশুর, শাশুড়ি ও আমাদেরও যাওয়ার কথা ছিল। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে যাওয়া হয়নি। আগামী ১ অথবা ২ এপ্রিল  ওদের (মারুফের পরিবার) ফেরার কথা ছিল।’

চলচ্চিত্র থেকে দীর্ঘদিন থেকেই দূরে আছেন কাজী মারুফ। অন্যদিকে গত ফেব্রুয়ারিতে কাজী হায়াৎ তার ৫০তম ছবি পরিচালনা করেছেন। যেখানে অভিনয় করেছেন শাকিব ও বুবলী। এটির নাম ‘বীর’।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
দেশের প্রেক্ষাগৃহে আসছে নোলানের কালজয়ী দুই ছবি
পরীর টলিউড অধ্যায় শুরু
পরীর টলিউড অধ্যায় শুরু
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
নিজের যে স্বভাব লুকিয়ে রাখেন সারা
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক
চাঁদরাতে বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে নাটক