X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ত্রাণ তহবিলে অক্ষয় একাই দিলেন ২৫ কোটি রুপি

বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২০, ০০:০২আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৫:১৫

অক্ষয় কুমার করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দুঃসময় কাটাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ত্রাণ তহবিল গঠন করেছেন। এতে ২৫ কোটি রুপি অনুদান দেওয়ার অঙ্গীকার করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়েছেন তিনি। তার কথায়, ‘পুরোটাই মানুষের জীবনের তরে।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে অক্ষয় বলেন, ‘এটাকে আমার দুর্বলতা বা যেকোনও কিছু বলতে পারেন। তবে মহৎ কাজে অবদান রাখতে পারার অনুভূতি কখনোই প্রকাশ করতে পারি না আমি।’

মানুষের তরে বরাবরই এগিয়ে আসার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন অক্ষয়। তবে তার কথায়, দান-খয়রাত বা অনুদান দেওয়ার কে আমি? দ্বিতীয় কথা, আমি নিজের দেশকে ভারত মা বলি। আমার এই অনুদান সত্যি বলতে আমার নয়। এটি আমার মায়ের পক্ষ থেকে মাতৃভূমি ভারত মায়ের জন্য।’

অক্ষয় অভিনীত ‘এয়ারলিফট’, ‘মিশন মঙ্গল’, ‘কেসারি’র মতো ছবিতে দেশপ্রেমের বার্তা রয়েছে। মাতৃভূমির সুরক্ষায় সবসময়ই এগিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ৫২ বছর বয়সী এই তারকা বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এখানে আমি মায়ের কথা উল্লেখ করেছি। কারণ, সারা দুনিয়ায় প্রবীণদের অবহেলা করার ভীতি ছড়িয়েছে। করোনাভাইরাস সংকটে তাদের ফেলে চলে যাচ্ছে সবাই। এটা ভাবাই যায় না। আমার মায়ের জীবন গুরুত্বপূর্ণ। সবার মায়ের বেঁচে থাকা জরুরি। পরিচয় নয়, প্রতিটি জীবন বাঁচানোর চেষ্টা করাই এখন মুখ্য। কেবল এজন্যই একটু অবদান রেখেছি।’

অক্ষয়ের টুইটে প্রধানমন্ত্রী উত্তরে লিখেছেন, ‘দারুণ পদক্ষেপ অক্ষয় কুমার। আসুন স্বাস্থ্যকর ভারতের জন্য অনুদান করি।’

স্ত্রী টুইংকেল খান্নাও অক্ষয়ের প্রশংসা করেছেন। রসিকতা মিশিয়ে তিনি টুইটে বলেন, এই মানুষটি আমার গর্ব। তার কাছে জানতে চেয়েছিলাম, সত্যিই এত বড় অঙ্কের অনুদান দেবে কিনা। ওর উত্তর ছিল, বলিউডে পথচলা শুরুর সময় আমার কিছুই ছিল না। এখন আমি ভালো অবস্থানে আসতে পেরেছি। যাদের কাছে কিছুই নেই তাদের পাশে দাঁড়াতে চেয়ে কীভাবে পিছু হটবো?’

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষ ও তারকারা যেন সহযোগিতা করে সেজন্য শনিবার ত্রাণ তহবিল গঠনের ঘোষণা দেন নরেন্দ্র মোদি।

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…