X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ছড়ায়-ছন্দে করোনা প্রতিরোধের কথা বললো রিয়াজের পরিবার

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ১৬:১৫আপডেট : ০১ এপ্রিল ২০২০, ১৭:০৬

তিনা, আমেরা ও রিয়াজ কোভিড-১৯ রোগ প্রতিরোধে সচেতনতার বার্তা দিলেন চিত্রনায়ক রিয়াজ। তার স্ত্রী মুশফিকা তিনা ও তাদের সাড়ে চার বছর বয়সী মেয়ে আমেরা সিদ্দিকী ছড়ায়-ছন্দে তুলে ধরেছেন কয়েকটি নিয়ম।
ব্র্যাকের উদ্যোগে এটি করা হয়েছে কবি ও সমাজসেবক মদনমোহন তর্কালঙ্কারের অমর সৃষ্টি ‘আমার পণ’-এর আদলে।

শুরুটা করেন রিয়াজের স্ত্রী তিনা। আর মায়ের কথার প্রতিধ্বনি করে ছোট্ট আমেরা।

বলে, ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন হাত ধুয়ে চলি। হাঁচি-কাশি পেলে তুমি মুখখানা ঢাকো, রাস্তায় কফ-থুতু ফেলা যাবে নাকো। করোনা থামাতে যদি থাকতে হয় ঘরে, নিয়ম মেনে ঘরে থাকি বাংলাদেশের তরে’।
ভিডিও:

এর পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে বার্তা দিয়েছেন রিয়াজও। বলেন, ‘আমরা যেন নিয়ম মেনে ঘরে থাকি। যেভাবে বাংলাদেশে করোনাভারাইস সংক্রমিত হচ্ছে তাতে এটা জরুরি। আমরা যদি ঘরে থাকি, নিয়মিত সাবান দিয়ে হাত ধুই, হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলি, তাহলে আমার বিশ্বাস, আমরা কিছুটা হলেও করোনা থামাতে পারবো। তাতে আমাদের অনেক প্রিয় মানুষের জীবন বেঁচে যাবে।’

এদিকে জানা যায়, করোনা প্রতিরোধে রিয়াজ তার পুরো পরিবার নিয়ে বাসায় অবস্থান করছেন। অবস্থা স্বাভাবিক না হলে হোম কোয়ারেন্টিনেই থাকছেন তারা।
অন্যদিকে, করোনা সচেতনতায় কাজ করে চলেছে ব্র্যাক। এর আগে কুদ্দুস বয়াতি ও মমতাজকে নিয়ে তৈরি করেছিল সচেতনতামূলক গান। এছাড়া গ্রামগঞ্জে, মহল্লায় মাইকিংয়ের মাধ্যমে সচেতন করছে তারা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
গানচিত্র নির্মাণে সিনেমার প্রযোজক!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন