X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনায় এবার মারা গেলেন কৌতুকাভিনেতা লার্জ

বিনোদন ডেস্ক
০৩ এপ্রিল ২০২০, ১৯:৩৯আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৯:৪৩

করোনায় এবার মারা গেলেন কৌতুকাভিনেতা লার্জ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক অভিনেতার জীবনাবসান হলো। এবার মারা গেলেন ব্রিটিশ কৌতুকাভিনেতা ইডি লার্জ। তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

এই অভিনেতার ছেলে রায়ান জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লার্জ। আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। তবে মৃত্যুর সঠিক দিন-সময় প্রকাশ করেননি তিনি।
লার্জের মৃত্যুতে মাইকেল বেরিমোর, টমি ক্যাননসহ অসংখ্য তারকা ও ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
১৯৭৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিবিসি ওয়ানের জনপ্রিয় মুখ ছিলেন ইডি লার্জ। কমেডি সঙ্গী সিদ লিটলের সঙ্গে ‘লিটল অ্যান্ড লার্জ’ নামের একটি শো তাকে দারুণ জনপ্রিয় করে তোলে তখন।
মৃত্যুর পর লার্জের পরিবার এক বিবৃতিতে জানায়, ‘আমরা লার্জকে ভীষণ মিস করবো। একজীবনে তার অর্জন অনেক। মানুষকে হাসাতে খুব ভালোবাসতেন। তার ওপর শান্তি বর্ষিত হোক।
লার্জের অভিনয়-সঙ্গী লিটল লেখেন, ‘তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিন্তু তাতে কী। তার চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা ৬০ বছর ধরে একসঙ্গে কাজ করছি। আমি আজ আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারালাম।’
করোনাভাইরাসের থাবায় এর আগে মৃত্যুবরণ করা তারকারা হলেন এমি ও গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী শিল্পী অ্যাডাম শ্লেসিংগার, ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজির অভিনেতা অ্যান্ড্রু জ্যাক, জাপানি কৌতুক অভিনেতা কেন শিমুরা, আমেরিকান অভিনেতা মার্ক ব্লাম, আমেরিকান কান্ট্রি সংগীতশিল্পী জো ডিফি, টনি অ্যাওয়ার্ডস ও এমি জয়ী চিত্রনাট্যকার টেরেন্স ম্যাকন্যালি, ক্যামেরুনের স্যাক্সোফোন কিংবদন্তি মানু দিবাঙ্গো।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!