X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘অ্যাভেঞ্জার্স’ নয়, ঢাকার ‘এক্সট্র্যাকশন’-ই পরীক্ষা নিয়েছে থরের!

বিনোদন ডেস্ক
১৮ এপ্রিল ২০২০, ১৪:১৩আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৫:২৯

ছবির বিভিন্ন দৃশ্যে ক্রিস মার্ভেল কমিসের সুপারহিরো থর চরিত্রে হাজির হয়ে বিশ্বজোড়া দ্যুতি ছড়িয়েছেন ক্রিস হেমসওর্থ। তবে ‘থর’, ‘দ্য অ্যাভেঞ্জার্স’, ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’, ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ কিংবা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমা নয়, তার জন্য সবচেয়ে কঠিন ছিল ঢাকার পটভূমিতে তৈরি ‘এক্সট্র্যাকশন’। যা বলছেন খোদ থর নিজেই।

সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে ছবির কিছু দৃশ্যের ভিডিও পোস্ট করেন ক্রিস। বলেছেন পরিচালক স্যাম হারগ্রেভকে নিয়েও।

সেখানে লেখেন, ‘খুবই জটিল কিছু অ্যাকশন দৃশ্য এতে আছে; যা আমি জীবনেও করিনি। বলা যায়, প্রথমে খুব একটা কঠিন ছিল না, কিন্তু পরিচালক দৃশ্যগুলো যেন আরও কঠিন করে তুলছিলেন। এমনকি ১২ মিনিট লম্বা অ্যাকশনদৃশ্য টানা শুট হয়েছে। ভাবুন! এটি করতে এতটাই ক্লান্তি চলে আসছিল যে, মনে হচ্ছিল এটুকু অংশই একটি পূর্ণ চলচ্চিত্র!’

নেটফ্লিক্সের জন্য নির্মিত এ চলচ্চিত্র আগামী ২৪ এপ্রিল মুক্তি পাবে। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে বাংলাদেশের ঢাকায় আটকে রাখে স্থানীয় আরেক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারিকে। তিনিই ক্রিস হেমসওর্থ। চলে একের পর এক জীবন-মরণ অভিযান। হলিউডের এ ছবির গল্পটা এমনই।

২০১৮ সাল থেকেই এটি নিয়ে বেশ হুল্লোড়। কারণটা চলচ্চিত্রটির নাম ও প্রেক্ষাপট যে ছিল ‘ঢাকা’। তবে সর্বশেষ এটি নাম রাখা হয়েছে ‘এক্সট্র্যাকশন’।

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো ভ্রাতৃদ্বয়। এর প্রযোজক তারাই। প্রধান ভূমিকায় থাকছেন ক্রিস হেমসওর্থ। এতে আরও অভিনয় করেছেন ডেভিড হারবার, ভারতীয় অভিনেতা রণদীপ হুদা, পঙ্কজ ত্রিপঠি, ইরানি গোলশিফতেহ ফারাহানিসহ অনেকে।

এতে পরামর্শক ও ভাষা কোচ হিসেবে যুক্ত আছেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা ও রাফায়েল আহসান।

ছবির ট্রেলার:

/এম/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী