মহারাষ্ট্র নবনির্মাণ সেনার বর্জনের ডাকের মুখেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’। বাধাবিপত্তি থাকলেও ছবিটির সবকিছু ভালো হবে বলে আশা করছেন কিং খান।

মহারাষ্ট্রীয়দের বর্জন করার প্রসঙ্গে অনুভূতি জানতে চাইলে শাহরুখ বলেন, ‘ছবি মুক্তির আগে এ সব কথা বলবেন না। ছবি নিয়ে কথা বলুন। আমরা সবাই ছবিটি নিয়েই ভাবছি। ইনশাল্লাহ আমাদের ছবির সবকিছু ভালোই হবে।’

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) সদস্যরা ‘দিলওয়ালে’ মুক্তির আগে ছবিটি বর্জনের ডাক দেয়। তাদের দাবি, শাহরুখ ভারতের অর্থবান অভিনেতাদের মধ্যে অন্যতম। মহারাষ্ট্র তার জন্মস্থান। কিন্তু মহারাষ্ট্রীয় কৃষকরা অনাবৃষ্টির ফলে মানবেতর দুর্দশায় পড়ার পরও শাহরুখ তাদের কোনওরকম সহায়তা করেননি।

এমএনএস তাদের বিবৃতিতে জানায়, ‘আমরা ছবি বন্ধ করার আবেদন করছি না। তবে মহারাষ্ট্রবাসীর প্রতি আর্জি জানাচ্ছি- আপনারা ছবিটি বর্জন করুন।’

উল্লেখ্য, আগামী ১৮ ডিসেম্বর ছবিটির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর জুটি হয়ে পর্দায় আসছেন শাহরুখ-কাজল।

সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/ইউআর/এম/এমএম/