X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পর্দায় ফিরলো ‘পালকী’

বিনোদন রিপোর্ট
২২ এপ্রিল ২০২০, ১৫:০১আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২০:৫৩

পালকী চরিত্রে স্নিগ্ধা। ছবি- সাজ্জাদ হোসেন দীপ্ত টেলিভিশনের প্রথম দিন প্রচার হয়েছিল ধারাবাহিক নাটক ‘পালকী’। ৭৩৭তম পর্ব প্রচারের পর এটির সমাপ্তি টানা হয়। বিপুল জনপ্রিয় এ নাটকটি আবারও এসেছে দর্শকের সামনে।
মূলত এটি পুনঃপ্রচারের উদ্যোগ নিয়েছে টিভি চ্যানেলটি। গতকাল (২১ এপ্রিল) থেকে এটি দেখানো হচ্ছে।

নাটকটির লাইন প্রডিউসার মোস্তফা মনন জানান, করোনার এ সময় নতুন ধারাবাহিক আপাতত প্রচার হবে না। আর পুরনোগুলোর মধ্যে ‘পালকী’ জনপ্রিয়তার শীর্ষে ছিল। এদেশের অনেকেই এই নাটকের চরিত্রগুলো মিস করেন। এ জন্য এটি আবারও প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে মেগা সিরিয়াল ‘পালকী’।
সে গ্রামের সহজ-সরল এক কিশোরী। সে হাসতে, পড়তে, খেলতে ভালোবাসে। যার খুব আশা, পালকী চড়ে যাবে শ্বশুরবাড়ি। ঘটনাক্রমে সেই পালকীর সঙ্গে দেখা হয়ে যায় স্বাধীনচেতা সাবাহার। সে পালকীকে নিজের বাসায় নিয়ে আসে। সাবাহর স্বপ্ন অনেক বড় স্টার হওয়ার। স্বপ্নভঙ্গ হয় সে যখন শোনে, সোহেলের সঙ্গে তার বিয়ে। বর শহরের ধনাঢ্য ব্যবসায়ীর পুত্র। কিন্তু ঘটনাচক্রে বিশাল আয়োজনে বউ বেশে পালকীর সঙ্গে বিয়ে হয়ে যায় সোহেলের। শুরু হয় পালকীর অধ্যায়। স্নিগ্ধা ও ইমতু

এতে পালকী হিসেবে অভিনয় করেছেন স্নিগ্ধা মোমিন ও বৃষ্টি। আরও আছেন রানী আহাদ, ইমতু রাতিশ, ঝুনা চৌধুরী, নূনা আফরোজ, মোহাম্মদ বারী, সুজাতা, গীতশ্রী, শিরিন আলম, আরজুমান্দ আরা বকুলসহ অনেকে। নাটকটি প্রতিরাত ১০টা প্রচার হচ্ছে।

/এম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!