X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নাট্যজন ঊষা গাঙ্গুলি আর নেই

বিনোদন ডেস্ক
২৩ এপ্রিল ২০২০, ১২:৪১আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৩:০৪

ঊষা গাঙ্গুলি মারা গেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যকার ঊষা গাঙ্গুলি। আজ (২৩ এপ্রিল) দক্ষিণ কলকাতার সাউথ সিটিতে তার বাসায় মরদেহ পাওয়া গেছে। ঊষার মৃত্যুর খবরটি কলকাতা থেকে জানিয়েছেন গবেষক অংশুমান ভৌমিক।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির দরজা খোলা। ঊষা মাটিতে সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে আছেন। তখন তিনি এলাকার লোকদের ডাকেন। চিকিৎসকও ডাকা হয়।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগে ঊষার ভাই মারা যান। এরপর থেকেই মানসিক চাপে ভুগছিলেন তিনি।
ঊষা কলকাতায় হিন্দি নাটকের ক্ষেত্রে নতুন এক ধারা তৈরি করেছেন। ১৯৪৫ সালে রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা কেটেছে উত্তর প্রদেশে। ছোটবেলা থেকেই নাচ-গান ও নাটকের প্রতি টান ছিল তার। ভারতনাট্যমে পারদর্শী ছিলেন। হিন্দি সাহিত্য নিয়ে তার অগাধ পড়াশোনা। মাস্টার্স সম্পন্ন করেন হিন্দি সাহিত্যে। কলেজে শিক্ষকতাও করেছেন। ১৯৭৬ সালে রঙ্গকর্মী হিসেবে একটি থিয়েটার দল তৈরি করেন ঊষা গঙ্গোপাধ্যায়। তার পরিচালনায় ‘মহাভোজ’, ‘রুদালি’, ‘কোর্ট মার্শাল’ ও ‘অন্তর্যাত্রা’র মতো নাটকগুলো ব্যাপক প্রশংসা পায়। ঋতুপর্ণ ঘোষের ‘রেইনকোট’ ছবির চিত্রনাট্যেও তার অবদান আছে। ঊষা গত বছরের অক্টোবরে ঢাকায়ও এসেছিলেন একটি নাটকের কাজে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!