X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘এক্সট্র্যাকশন’ রিভিউ: এরচেয়ে রান্নার অনুষ্ঠান দেখলেও কাজে লাগতো

বিনোদন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২০, ১৩:০৯আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৪:৫১

মৌটুসী বিশ্বাস। ছবি: সাজ্জাদ হোসেন দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে নেটফ্লিক্সের ওয়েব সিনেমা ‌‘এক্সট্র্যাকশন’ নিয়ে তুমুল বাদানুবাদ। কিছু পক্ষে, সিংহভাগই কথা বলছেন বিপক্ষে। বিপক্ষে কথা বলাদের মূল অভিযোগ- এই ছবির মাধ্যমে ঢাকা তথা বাংলাদেশের মান ধুলোয় লুটিয়ে দিলো।

প্রায় একই প্রতিক্রিয়া জানালেন দেশের অন্যতম টিভি অভিনেত্রী মৌটুসী বিশ্বাসও। ফেসবুক স্ট্যাটাস বা প্রতিবেদকের প্রশ্নের জবাবে নয়, একেবারে অফিশিয়াল ভিডিও তৈরি করে সেই রিভিউ প্রকাশ করেছেন ইউটিউব চ্যানেলে।
টারটল ক্যান ফ্লাই (কচ্ছপও উড়তে পাপরে) নামের এই ইউটিউব চ্যানেলে আগেও উল্লেখযোগ্য বেশ কটি বিদেশি ছবির রিভিউ দিয়েছেন এই অভিনেত্রী। তবে এবারের রিভিউতে তাকে পাওয়া গেছে বেশ ক্ষিপ্তরূপে।
মৌটুসী‌ ‌‘এক্সট্র্যাকশন’ এর গল্প বলেন এক লাইনে। তার ভাষায়, ‘এখানে গল্পের কিছু নেই। পুরা গল্প এক লাইনের। দুইজন ডন। ঢাকার খান সাহেবের সঙ্গে ভারতের চৌধুরী সাহেবের ক্যাচাল। চৌধুরী সাহেবের ছেলেকে কিডন্যাপ করে খান সাহেব। এরপর সেই ছেলেকে উদ্ধার করার জন্য শুরু হয় ঢাকায় এসে গোলাগুলি-মারামারি। এরপর শেষে দেখি- ছবি শেষ!’
মৌটুসী তার রিভিউতে প্রচণ্ড প্রতিবাদ করেছেন দুটি বিষয়ে। একটি হলো বাংলাদেশের ভাষা। ছবিতে ঢাকা উপস্থাপন হলেও ভাষাটা ব্যবহার হয়েছে কলকাতার। মৌটুসীর প্রশ্ন, ‘ঢাকা তো ঢাকা, বাংলার কোন মানুষ কলকাতার টোনে কথা বলে? এই ছবির সঙ্গে একটা মানুষও কি ছিলো না- যে বাংলাদেশ আর কলকাতার উচ্চারণ সম্পর্কে জানেন।’
এই অভিনেত্রীর অন্য অভিযোগের অংশটি হলো, বাংলাদেশের পুলিশ-আর্মিদের মেরে ফেলার দৃশ্যগুলো।
তিনি বলেন, ‌‘একেবারেই মেনে নিতে পারিনি। যে সময়ে আমাদের পুলিশ-আর্মি একসঙ্গে হাতে হাত রেখে মানুষকে বাঁচানোর জন্য করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে। এরজন্য তারা নিজের জীবনটাকে বাজি রাখছে রোজ। ঠিক সেই সময়ে এমন একটা বাজে গল্পের ছবি আমাকে অশান্ত করে তোলে। যে ছবিতে দেখা যায়, একজন ডনের ইশারায় দেশের সকল পুলিশ-আর্মি রাস্তায় নেমে ফাইট করছে আর পুতুলের মতো মার খাচ্ছে।’
মৌটুসী আরও বলেন, ‌‘নেটফ্লিক্সের এই তামাশা না দেখে দুটি রান্নার অনুষ্ঠান দেখলেও কাজে লাগতো। আমি পুরাটাই ডিজহার্টেড ছবিটা দেখে।’
পুরো রিভিউ:

স্যাম হারগ্রেভ পরিচালিত অ্যাকশন-সমৃদ্ধ নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘এক্সট্র্যাকশন’-এর স্ট্রিমিং শুরু হয় ২৪ এপ্রিল থেকে। গত বছর যখন ‘থর’-অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ মুম্বাইয়ে পা রাখেন এর শুটিং করতে, জানান দেন এর পটভূমি বাংলাদেশের রাজধানী ঢাকা- তখন থেকেই এই ছবি নিয়ে উদ্দীপনার শুরু বাংলাদেশে। এই ছবিতে রয়েছেন বলিউডের রণদীপ হুদা ও পঙ্কজ ত্রিপাঠী।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল