X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এফডিসিতে মাসব্যাপী ইফতার পাঠাচ্ছেন নিপুণ

বিনোদন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২০, ১৭:৫৮আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২৩:৩৬

নিপুণ করোনা মহামারি শুরু হওয়ার পরই শিল্পী সমিতিতে জানিয়েছিলেন বিএফডিসির মানুষদের পাশে থাকবেন নিপুণ। তাই রমজান মাসে ইফতার সেখানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই নায়িকা।
প্রথমে দু’-একদিনের ইফতার আয়োজনের কথা শোনা গেলেও নিপুণ জানালেন, পুরো মাসেই এই কাজটি করবেন তিনি।

এই চিত্রনায়িকা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকেই বিএফডিসিতে সহযোগিতা হয়তো করবেন। তার সঙ্গে আমার কিছু ফিক্সড ইফতার যাবে সেখানে। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিদিন ২০ জনকে ইফতার দিচ্ছি। আজকে দিলাম একটি চেকপোস্টে।’
এফডিসির বাইরে বিভিন্ন স্থানে রাস্তায় থাকা পেশাজীবী ও দুস্থ মানুষকে এই ইফতার দেওয়া হয়।

নিপুণ জানান, তার বাবা এ কাজটি করতেন। সেটিই তিনি এবার করে যেতে চান।

অভিনয়ের পাশাপাশি নিপুণ একজন সফল ব্যবসায়ীও। রাজধানীর বনানীতে প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক ব্যবসা ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ পরিচালনা করছেন তিনি। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ইতোমধ্যেই কর্মীদের অগ্রিম বেতন দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ রেখেছেন এই চিত্রনায়িকা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…