X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আজ থেকে আবারও ‘এইসব দিনরাত্রি’

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০২০, ১০:০২আপডেট : ০৪ মে ২০২০, ১৯:১৭

নাটকটির দৃশ্যে জলি জহুর ও বুলবুল আহমেদ ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হতো পারিবারিক গল্পের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’। দেশের করোনা পরিস্থিতিতে শুটিং বন্ধ থাকায় নাটকটি আবারও প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ (৪ মে) থেকে এটি দেখানো হবে বলে নিশ্চিত করেছে রাষ্ট্রীয় এ চ্যানেলটি।

এর আগে করোনার পরিস্থিতিতে গত ৬ এপ্রিল থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‌‘বহুব্রীহি’ ধারাবাহিক দুটি প্রচার করেছে তারা।
প্রতিদিন রাত সাড়ে ৮ ও ৯টায় এগুলোর প্রচার হচ্ছিল। এগুলো শেষ হলে ‘বহুব্রীহি’র জায়গায় ‘সংশপ্তক’ ও ‘কোথাও কেউ নেই’-এর স্থানে ‘এইসব দিনরাত্রি’ প্রচারের পরিকল্পনা বিটিভির।
নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিন রাত্রি’ প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান।
বিটিভির অন্যতম প্রশংসিত এ ধারাবাহিক এতটাই জনপ্রিয় ছিল যে, এটা চলাকালীন ঢাকার ব্যস্ত রাস্তা ফাঁকা হয়ে যেত।
এতে রাজধানীতে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প উঠে এসেছে। এতে তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না সবই নিপুণভাবে ফুটে উঠেছে।

নাটকটি বিটিভির প্রযোজক মাহফুজা ফেরদৌসের তত্ত্বাবধানে এবার প্রচারিত হবে। তিনি জানান, ধারাবাহিকটির গল্প এখনও মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধিত্ব করে। ৩৫ বছর আগে প্রচার হলেও এটি এখনও মানুষ মনে রেখেছেন। এ কারণে করোনাকালে এটি প্রচারের উদ্যোগ নিয়েছে বিটিভি।

নাটকটিতে অভিনয় করেছেন, বুলবুল আহমেদ (শফিক ), খালেদ খান (আনিস), নায়ার সুলতানা লোপা (টুনি), কাজী মেহফুজুল হক (বাবা), আবুল খায়ের (মামা), শিল্পী সরকার অপু (শাহানা), ইনামুল হক (মি. করিম), ডলি জহুর (নীলু), লুৎফুন নাহার লতা (শারমিন) , আসাদুজ্জামান নূর (রফিক), দিলারা জামান (মা) ও মাসুদ আলী খান (অফিসের কর্মকর্তা)।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…