X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঈদের ষষ্ঠ দিনে একক নাটক ও টেলিছবি

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০২০, ০৩:৪৬আপডেট : ৩০ মে ২০২০, ১৮:৩২

এবারের টিভি মিডিয়ার ঈদ আয়োজনটি মূলত ফিরে দেখার। সাম্প্রতিক সময়ের ৯০ ভাগ নাটক-টেলিছবি যখন নির্দিষ্ট দুটি জুটিতে আটকে গেলো। একই মুখ দেখে দেখে ক্লান্ত প্রতিক্রিয়া জানাচ্ছিল দর্শক-সমালোচকরা। ঠিক তখনই করোনাকাল ঘুরিয়ে দিলো চলমান চাকা। ফিরিয়ে নিলো পেছনে—ঠিক এখান থেকে তাকালে যতদূর দেখা যায়।

ঈদের আগেই বিটিভিতে প্রচার শুরু হলো আশি-নব্বই দশকের জনপ্রিয় ধারাবাহিকগুলো। সেই রেশ পাওয়া যাচ্ছে দেশের প্রতিটি টিভি চ্যানেলের ঈদ আয়োজনে। নাটক বলুন আর টেলিছবি, ‘আনন্দমেলা’ বলুন আর ‘ইত্যাদি’, সবখানেই যেন চলছে এই সময়ে দাঁড়িয়ে পিছু ফিরে দেখার অসাধারণ সব আয়োজন!
তবে পুরনো অনেক অসাধারণ কাজের ফাঁকে রয়েছে বেশ কিছু নতুন কাজও। দুটো মিলিয়ে দর্শকদের সুযোগ এলো ‘যায় দিন ভালো’ মূল্যায়নের! নিচে তুলে ধরা হলো ঈদের ষষ্ঠ দিনের (৩০ মে) নাটক ও টেলিছবির যত আয়োজন।

নাটক ‘ডুব সাঁতার’: অভিনয়ে তাসনুভা তিশা ও সজল আরটিভি

নাটক ‘ডায়েরির পাতা থেকে’ (সন্ধ্যা ৭টা ১০ মিনিট): পরিচালনা নাজমুল রনি। অভিনয়ে অপূর্ব ও তানজিন তিশা।
নাটক ‘খোলস ভাঙার গল্প’ (রাত ৮টা): রচনা ও পরিচালনা মোহাম্মদুল্লাহ নান্টু। অভিনয়ে সজল ও মম।
নাটক ‘কিভাবে ধনী হবেন’ (রাত ৯টা): রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা মাহমুদ হাসান রানা। অভিনয়ে জাহিদ হাসান ও শায়লা সাবি।
নাটক ‘উচ্চতর ভালোবাসা’ (রাত ১০টা): রচনা ও পরিচালনা সাজিন আহমেদ বাবু। অভিনয়ে মোশাররফ করিম ও মম।
নাটক ‘ভুল করে’ (রাত ১১টা ৩৫ মিনিট): পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয়ে আফজাল হোসেন ও মৌ।
বাংলাভিশন
নাটক ‘আশা চর্চা কেন্দ্র’ (বিকাল ৫টা ৩০ মিনিট): পরিচালনা বিশ্বজিৎ দত্ত ও আহমেদ অভি। অভিনয়ে তৌসিফ, জোভান ও নাদিয়া খানম।
নাটক ‘ও মাই ডার্লিং’ (সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট): রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনা রাফাত মজুমদার। অভিনয়ে তৌসিফ ও সাফা কবির।
নাটক ‘মিস্টার পারফেক্ট’ (রাত ৭টা ৪৫ মিনিট): রচনা ইউসুফ আলী খোকন, পরিচালনা সাখাওয়াত মানিক। অভিনয়ে সজল, নাবিলা ও চৈতি।
নাটক ‘প্রপোজ’ (রাত ৯টা ৫ মিনিট): পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে প্রত্যয় হিরণ ও মাহিমা।
নাটক ‘শো মেকার’ (রাত ১১টা ৩০ মিনিট): পরিচালনা খায়রুল পাপন। অভিনয়ে আফরান নিশো ও সাফা কবির।

এটিএন বাংলা

নাটক ‘জুলির দ্বিতীয় জীবন’ (রাত ৮টা ২০ মিনিট): রচনা সেতু আরিফ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে নাদিয়া মীম ও মনোজ প্রামাণিক।
টেলিছবি ‘হাড়কিপটে’ (রাত ১১টা ৩০ মিনিট): রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল, স্বর্ণা, আ খ ম হাসান ও শামীম জামান।
চ্যানেল আই
টেলিছবি ‘গন্তব্যের দিকে’ (বিকাল ৪টা ৩০ মিনিট): রচনা ফারুক হোসেন, পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মোশাররফ করিম ও জ্যোতিকা জ্যোতি।
নাটক ‘ফেক আইডি’ (রাত ৭টা ৪৫ মিনিট): রচনা মারুফ রেহমান, পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয়ে আফরান নিশো ও তাসনিয়া ফারিন।
নাটক ‘বাজিকর’ (রাত ৯টা ৩৫ মিনিট): রচনা ফারুক হোসেন, পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে মামুনুর রশীদ, কুসুম ও শহীদুজ্জামান সেলিম।
একুশে টেলিভিশন
নাটক ‘পান্থজনের গল্প’ (রাত ৮টা): রচনা আহসান আলমগীর, পরিচালনা মিজানুর রহমান লাবু। অভিনয়ে ডি এ তায়েব, মিথিলা ও পিযুষ সেন।
নাটক ‘মিয়া ভাই’ (রাত ১০টা): রচনা ও পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে কল্যাণ কোরাইয়া ও ঊর্মিলা শ্রাবন্তী কর।
এনটিভি
টেলিছবি ‘অতঃপর ভালোবাসার দিন’ (দুপুর ২টা ৩০ মিনিট): পরিচালনা তুহিন অবন্ত। অভিনয়ে মিলন ও মম।
নাটক ‘কাছের মানুষ’ (রাত ৮টা ৫ মিনিট): রচনা শরীফ সুজন, পরিচালনা সম্রাট জাহাঙ্গীর আলম। অভিনয়ে মোশাররফ করিম ও পায়েল।
নাটক ‘প্যারা আনলিমিটেড’ (রাত ৯টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে মুশফিক ফারহান ও তাসনিয়া ফারিন।
নাটক ‘ভালোবাসা নাই’ (রাত ১১টা ১০ মিনিট): পরিচালনা জামাল মল্লিক। অভিনয়ে ইরফান ও তানজিন তিশা।

বৈশাখী

নাটক ‘ডুব সাঁতার’ (রাত ৮টা ১০ মিনিট): পরিচালনা আদিত্য জনি। অভিনয়ে তাসনুভা তিশা, সজল ও রাইসা।
দেশটিভি
নাটক ‘রবিনহুড আসেনি তাই’ (রাত ৯টা ৪৫ মিনিট): রচনা ইরাজ আহমেদ, পরিচালনা শহীদুজ্জামান সেলিম। অভিনয়ে সেলিম, নাদিয়া ও হিল্লোল।
টেলিছবি ‘একটি যথাযথ মৃত্যু’ (রাত ১১টা ৪৫ মিনিট): রচনা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, পরিচালনা ওয়াহিদ তারেক। অভিনয়ে মাসুদ ও এলিনা।
চ্যানেল নাইন
টেলিছবি ‘বারান্দায় নয়নতারা’ (বিকাল ৪টা): রচনা ও পরিচালনা গৌতম কৈরী। অভিনয়ে তারিক আনাম খান, অপি করিম ও মম।
নাটক ‘গেম ওভার’ (রাত ৯টা): পরিচালনা সঞ্জয় সমাদ্দার। অভিনয়ে অপূর্ব ও মেহজাবীন।
নাটক ‘আমার না লেখা কিছু চিঠির কথা’ (রাত ১১টা): রচনা ও পরিচালনা বদরুল আনাম সৌদ। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা ও ফজলুর রহমান বাবু।
মাছরাঙা
টেলিছবি ‘ভালোবাসায় ভুল ছিল না’ (রাত ৭টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা সজল আলী কাইজেন। অভিনয়ে মিশু সাব্বির ও তানিয়া বৃষ্টি।
নাটক ‘অনুভবে অন্তরে’ (রাত ৯টা): রচনা মুন্না রহমান, পরিচালনা হাসান রেজাউল। অভিনয়ে মৌ ও শিমুল।
এসএ টিভি
টেলিছবি ‘মিরর গেম’ (দুপুর ২টা ৩০ মিনিট): রচনা হাবিব জাকারিয়া, পরিচালনা অনন্য ইমন। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা ও সজল।
নাটক ‘শোক হোক শক্তি’ (বিকাল ৪টা): রচনা ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবীন।
দীপ্ত টিভি
নাটক ‘এক টুকরো রোদ এক টুকরো মেঘ’ (সকাল ৮টা): রচনা ও পরিচালনা বিপ্লব হায়দার। অভিনয়ে তৌকীর আহমেদ ও তাসনুভা তিশা।
টেলিছবি ‘ফটিক বাবু’ (বিকাল ৪টা): রচনা ও পরিচালনা মীর সাব্বির। অভিনয়ে মীর সাব্বির, স্বাগতা ও অপু।
নাটক ‘গরীবুল্লা’ (রাত ৮টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা মোস্তাগীর। অভিনয়ে শতাব্দী ওয়াদুদ ও নাদিয়া।
নাটক ‘আনারকলি’ (রাত ১০টা): পরিচালনা সৈয়দ শাকিল। অভিনয়ে মীর সাব্বির ও শবনম ফারিয়া।
নাটক ‘সাইলেন্ট প্রপোজ’ (রাত ১১টা): পরিচালনা মিল্লাত ভুইয়া। অভিনয়ে নিলয় ও টয়া।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...
শুভ জন্মদিন৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...