X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

তিন পরিচালক নির্মাণ করছেন এক ছবি!

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০২০, ১৭:৪৭আপডেট : ৩১ মে ২০২০, ০১:৩০

অনন্য মামুন, দীপংকর দীপন ও সৈকত নাসির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ত্রিভুজ’। যা পরিচালনা করছেন দেশের আলোচিত তিন নির্মাতা। তারা হলেন, ‘ঢাকা অ্যাটাক’-খ্যাত দীপংকর দীপন, ‘আবার বসন্ত’ নির্মাতা অনন্য মামুন এবং ‘দেশা দ্য লিডার’ দিয়ে আলোচিত সৈকত নাসির।

সবকিছু চূড়ান্ত। ‘ত্রিভুজ’ নির্মাণ শুরু হবে জুনের প্রথম সপ্তাহ থেকে।
পরিচালক দীপংকর দীপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে জীবনগুলো আমাদের পর্দায় সেভাবে আসে না, এগুলো নিয়েই চলচ্চিত্রটি। প্রায় এক মাস ধরে ছবিটি নিয়ে আমাদের কথাবার্তা চলছিল। অবশেষে আমাদের পাণ্ডুলিপি চূড়ান্ত করতে পেরেছি।’
সাধারণত যৌথ পরিচালিত ছবিতে দুজন নির্মাতাকে পাওয়া যায়। তিনজন একসঙ্গে কাজ করা প্রসঙ্গে দীপন বলেন, ‘ছবিতে তিন বাহু। মূলত ত্রিভুজের তিন বাহু নিয়ে আমরা কাজ করেছি। তাই তিন জন। গত কয়েকদিন এটাই মেলানোর চেষ্টা চলছিল। তবে গল্প একটাই। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হবে। প্রি-প্রডাকশনের বেশিরভাগ কাজ আমরা অনলাইনে বসে করছি। আর শুটিং করবো জুনে। পুরো বিষয়টি শতভাগ পরিকল্পনা করে খুব অল্প সময়ের মধ্যে দৃশ্যধারণ শেষ হবে। ইচ্ছে আছে কোরবানির ঈদে ইউটিউবে এর মুক্তি দেওয়ার।’
এদিকে অনন্য মামুন জানান, এখন চলছে ছবিটির শিল্পী চূড়ান্তের কাজ। সেটা শেষ হলেই শুটিং। আর ছবিটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রডাকশন।
বলে রাখা দরকার, তিন নির্মাতার হাতেই রয়েছে অন্তত দুটি করে ছয়টি ছবি। যার সবক’টি স্থগিত রয়েছে চলমান মহামারির কারণে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র