X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনায় ‘মুন্নি বদনাম হুয়ি’ খ্যাত সংগীত পরিচালক ওয়াজিদের মৃত্যু

বিনোদন ডেস্ক
০১ জুন ২০২০, ১৪:২৬আপডেট : ০১ জুন ২০২০, ১৭:০০

ওয়াজিদ খান বলিউডে সালমান খানের ছবিতে বরাবরই এসেছেন সংগীত পরিচালক জুটি সাজিদ-ওয়াজিদ খান। ‘মুন্নি বদনাম হুয়ি’সহ একের পর এক দিয়েছেন হিট গান।

এ জুটির অন্যতম ওয়াজিদ খান মারা গেছেন। আজ (১ জুন) ভোরে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর কারণ হিসেবে সামনে এসেছে কিডনি ও করোনা সংক্রমণ। অফিসিয়ালি জানানো হয়েছে তিনি করোনা পজিটিভ ছিলেন। পাশাপাশি মারাত্মক ধরনের কিডনি সংক্রমণও ছিল বলে জানায় সুরনা হাসপাতাল ও রিসার্চ সেন্টার।

সংগীত পরিচালক সেলিম এক টুইট বার্তায় বলেন, ‘সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। তার পরিবারকে যেন আল্লাহ শক্তি দেন। সাবধানে যেও ভাই ওয়াজিদ। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।’

বলিউড সূত্র জানায়, বেশ কিছু দিন ধরেই ওয়াজিদের শরীরটা ভালো যাচ্ছিল না। গত রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সালমান খানের অন্যতম প্রিয় জুটি ছিল সাজিদ-ওয়াজিদ। সালমানের ছবি ‘দাবাং-৩’-এর মিউজিক লঞ্চে শেষ দেখা গিয়েছিল তাকে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন তিনি।
সাজিদ-ওয়াজিদ বলিউডে ‘‌দাবাং-৩’, ‘দাওয়াতে ইশক’, ‘জুড়ুয়া-২’, ‘তেভর’, ‘সত্যমেভ জয়তে’, ‘হিরোপন্তি’, ‘ম্যায় তেরা হিরো’, ‘জয় হো’, ‘বুলেট রাজা’, ‘এক থা টাইগার’, ‘তেরি মেরি কাহানি’র মতো ছবিতে সংগীত পরিচালনা করেছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না