X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আগুনের জুতো পায়ে হাঁটছি: রথীন্দ্রনাথ রায়

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২০, ১৪:২৬আপডেট : ০৩ জুন ২০২০, ১৭:৩৮

রেকর্ডিংয়ে রথীন্দ্রনাথের সঙ্গে গীতিকার মানিক (ডানে) ও সুরকার মোস্তফা (বামে) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক রথীন্দ্রনাথ রায়। দীর্ঘদিন নেই কোনও নতুন গানে। কারণটাও সবার জানা, এমন নন্দিত শিল্পীদের নিয়ে সঠিক উদ্যোগের অভাব।

তবে এবার সেই ঘটতি কিছুটা হলেও পূরণ হচ্ছে। রথীন্দ্রনাথকে নিয়ে ভেবেছেন সংগীতের দুই তরুণ, গীতিকার আমিরুল মোমেনীন মানিক ও সুরকার হাবিব মোস্তফা। তাদের উদ্যোগে এই শিল্পী উচ্চারণ করলেন- ডুবি ডুবি তবু অযুত সাহসে, উজানে সাঁতার কাটি/ পায়ে নিয়ে আমি আগুনের জুতো, বেহায়া পথিক হাঁটি...।
এমন বিপ্লবী কথার গানটি সম্প্রতি কণ্ঠে তুলেছেন রথীন্দ্রনাথ রায়। গানটিতে সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।
গানটি রেকর্ড শেষে রথীন্দ্রনাথ রায় বলেন, ‘গানের কথাগুলো পড়ে ও সুরটুকু শুনে নিজের মধ্যে বিদ্যুৎ খেলে গেল। আমার চোখে ভেসে উঠলো সেই মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা।ধন্যবাদ জানাই এত সুন্দর একটি গান আমাকে দিয়ে গাওয়ানোর জন্য।’
সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়ের দরাজ কণ্ঠ মৃতপ্রায় মানুষকে জাগিয়ে তোলে। এটা আমার ধারণা। তার গান শুনলে রক্তে আগুন জ্বলে। এই কিংবদন্তির কণ্ঠে আমার সুরে একটি গান গীত হয়েছে, ভাবতেও ভালো লাগে।’
মানিক মিউজিকের ইউটিউব চ্যানেলে শিগগিরই গানটির ভিডিও প্রকাশ হবে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!