X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রেক্ষাগৃহ অনিশ্চিত, অ্যাপে মুক্তি পাচ্ছে শাকিবের নতুন ছবি

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০২০, ১৪:৩৪আপডেট : ১০ জুন ২০২০, ২২:০১

শাকিব খান গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসার কথা ছিল শাকিব খান-শবনম বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ চলচ্চিত্র। তবে করোনার প্রাদুর্ভাবের কারণে সেটা হয়নি। সামনের ঈদেও হলে মুক্তি অনেকটাই অনিশ্চিত।
তাই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া এবার ভিন্ন কৌশল নিতে যাচ্ছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তারা তৈরি করেছে ভিডিও স্ট্রিমিং অ্যাপ। যার অন্যতম চমক হিসেবে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

বাংলা ট্রিবিউনকে জানালেন, শুধু চলচ্চিত্রই নয়, অ্যাপটির জন্য নির্মাণ করা হচ্ছে নাটকসহ ভিডিও কনটেন্ট। পাশাপাশি কিনে নেওয়া হবে বেশ কিছু চলচ্চিত্র, সিরিজ ও নাটক।

সেলিম খান বলেন, ‘রোজার ঈদে আমাদের দুটি চলচ্চিত্র মুক্তি দিতে পারিনি। কোরবানির ঈদে হল যদি খোলেও দর্শকরা সেখানে যাবেন কিনা বা কত প্রেক্ষাগৃহ চালু হতে পারবে, সে প্রশ্নও আছে। তাই করোনা পরবর্তী বিশ্বের কথা মাথায় রেখে আমরা তৈরি করেছি অ্যাপটি। এর ৯৯ শতাংশ কাজ শেষ। এখন পরীক্ষামূলক কিছু বিষয় দেখা হচ্ছে। চলতি মাসেই অ্যাপটির ঘোষণা আমরা দেবো।’

রোজার ঈদের জন্য শাহীন সুমন নির্মিত ‘বিদ্রোহী’ ও শামীম আহমেদ রনীর ‘বিক্ষোভ’ প্রস্তুত ছিল। এ দুটো চলচ্চিত্র নতুন এ অ্যাপে মুক্তি পাবে।

সেলিম খান আরও বলেন, ‘এখন মোবাইলের যুগ। পাশের দেশ এক্ষেত্রে (অ্যাপ) অনেক এগিয়ে গেছে। আমরা সেই ট্রেন্ডটা ধরতে চাচ্ছি। এ জন্য নিজেদের প্রযোজনা আরও বাড়ানো হবে।’

২০১৮ সালে ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ নামে ‘বিদ্রোহী’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। চিত্রগ্রহণের সময় তিনবার নাম পরিবর্তন করে যথাক্রমে ‘কালপ্রিট’, ‘একটু প্রেম দরকার’ ও ‘ক্রিমিনাল’ রাখা হয়। সর্বশেষ ‘বিদ্রোহী’ নামে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান ও শবনম বুবলী। এছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা