X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সুশান্তের আত্মহত্যা: বলিউডে ‘স্বজনপ্রীতি’ নিয়ে বিতর্ক তুঙ্গে

বিনোদন ডেস্ক
১৬ জুন ২০২০, ১৯:৩৩আপডেট : ১৬ জুন ২০২০, ১৯:৪৭

ভারতের তরুণ সুদর্শন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। অল্প বয়সেই প্রতিভার প্রমাণ রেখে ভালোই তো এগিয়ে চলছিলেন। হঠাৎ সব মায়া ছিন্ন করে চলে গেলেন। ৩৪ বছর বয়সী এই তারকার আত্মহত্যার খবর সহ্য করতে না পেরে মারা গেছেন তার কাজিনের স্ত্রী সুধা দেবী। বিহার রাজ্যের পুরনিয়ায় থাকতেন তিনি।

সুশান্ত সিং রাজপুত জানা গেছে, গত ১৪ জুন সুশান্তের আত্মহত্যার দুঃসংবাদ শোনার পর থেকে কিছুই খাননি সুধা দেবী। এ কারণে তার শরীর ভেঙে পড়েছিল। সোমবার মুম্বাইয়ে যখন সুশান্তের শেষকৃত্য হচ্ছিল, তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে সুশান্তের আত্মহত্যার পেছনে বলিউডের স্বজনপ্রীতিকে দুষছেন অনেকে। দায়িত্বজ্ঞানহীন আচরণ, বড় তারকাদের প্রাধান্য দেওয়া, একই পরিবারের চার প্রজন্ম ধরে আধিপত্য বিস্তার, তারকা পরিবার ছাড়া বাইরের অভিনয়শিল্পীদের গুরুত্ব না দেওয়া— এমন অনেক অভিযোগ তুলছেন খোদ অভিনেতা-অভিনেত্রীরাই।
রাজনীতিবিদ সঞ্জয় নিরূপমের দাবি, ‘ছিচ্চোরে’ মুক্তির পর গত ছয় মাসে চুক্তিবদ্ধ হওয়া সাতটি ছবি হাতছাড়া হয়েছে সুশান্তের। তবে তিনি নির্দিষ্ট করে ছবিগুলোর নাম বলেননি। তার টুইটটি এমন, ‘বলিউডের নিষ্ঠুরতা প্রতিভাবানদের ধ্বংস করে দেয়।’

সুশান্তের সবশেষ ছবি ‘ড্রাইভ’ মুক্তি পায় নেটফ্লিক্সে। কিন্তু সমালোচকদের মন জয় করতে পারেনি এটি। ছবিটির প্রযোজক করণ জোহর নিজেই জানান, একবছর ধরে সুশান্তের সঙ্গে তার যোগাযোগ হয়নি। তার সঙ্গে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে সুশান্তকে নিয়ে অসম্মাজনকভাবে কথা বলায় অভিনেত্রী আলিয়া ভাটের সমালোচনা করেছেন অনেকে।

‘পেশাদার জীবনে রেষারেষি’র কারণে সুশান্ত হতাশাগ্রস্ত ছিলেন কিনা তা তদন্ত করবে পুলিশ। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এ তথ্য জানিয়েছেন। সোমবার টুইটারে তিনি লিখেছেন, ‘গণমাধ্যমে উঠে এসেছে, পেশাদার জীবনে রেষারেষির কারণে সুশান্ত হতাশায় ভুগছিলেন। মুম্বাই পুলিশ এ নিয়েও তদন্ত করবে।’
সুশান্ত সিং রাজপুত



সুশান্তের যখন মানসিকভাবে সহযোগিতা দরকার ছিল, তখন বলিউড থেকে তিনি তা পাননি বলে মনে করেন বেশ কয়েকজন সহকর্মী বন্ধু। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছেন তারা। কঙ্গনা রনৌত তো জোরালো কণ্ঠে বলেছেনই, বলিউডে স্বজনপ্রীতির সংস্কৃতিই সুশান্তকে আত্মহত্যায় প্ররোচিত করেছে।
পরিচালক শেখর কাপুরের পরিচালনায় ‘পানি’ ছবিতে কাজ করার কথা ছিল সুশান্তের। কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়। শেখর কাপুর টুইট করেছেন, ‘তোর যন্ত্রণার কথা জানতাম। তোকে কারা মানসিকভাবে ভেঙে দিতো তাদের চিনি। আমার কাঁধে তোর চোখের জল ফেলার সময়গুলো মনে পড়ছে।’
পরিচালক অনুভব সিনহা টুইট করেছেন, ‘বলিউড প্রিভিলেজ ক্লাবের অবসান হওয়া উচিত। এখনই এ নিয়ে চিন্তা করতে হবে।’
অভিনেত্রী কোয়েনা মিত্র মনে করেন, সুশান্তের সঙ্গে বলিউডে অন্যায় করা হয়েছে। তার মন্তব্য, ‘বলিউড হলো ভণ্ডামি, বৈষম্য ও অহংকারে ভরা। এখানে স্বজনপ্রীতি, পক্ষপাত ও গুণ্ডাগিরি অভ্যাসে পরিণত হয়েছে।’
‘সিংঘাম’ তারকা প্রকাশ রাজ বলেন, ‘স্বজনপ্রীতির প্রতিকূলতার মধ্যে কাজ করে টিকে থাকতে পেরেছি। আমার ক্ষত অনেক গভীর। কিন্তু এই ছেলেটা (সুশান্ত) পারলো না। আমরা কি শিক্ষা নেবো? এমন স্বপ্ন যেন আর মরে না যায় সেজন্য কি সোচ্চার হবো?’
টুইটে অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের দাবি, বলিউডে দলবাজি হয়। নায়ক ও তাদের প্রেমিকারা তাকে অনেক ছবি থেকে বাদ দিয়েছে এবং সাংবাদিকদের দিয়ে বানোয়াট খবর করিয়েছেন, এমন অভিযোগ তুলেছেন তিনি। তার কথায়, ‘নোংরা রাজনীতি সবখানেই আছে। এ কারণে কখনও কখনও ক্যারিয়ার ধ্বংস হতে বসে। তখন লড়তে হয়। কেউ তা পারে, কেউ পারে না।’
মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা সুশান্তের বলিউডে কোনও পরিচিতিই ছিল না। বলা যায় শূন্য থেকে শুরু করেছেন। টেলিভিশন সিরিয়ালে নজর কেড়ে রূপালি জগতে পা রাখেন। ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে তার পায়ের তলার মাটি শক্ত হয়। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির এই বায়োপিক তাকে এনে দিয়েছে অসংখ্য ভক্ত। ধোনি এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে তার ম্যানেজার জানিয়েছেন, ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক সুশান্তের আত্মহত্যায় বিষাদগ্রস্ত।
গত ১৪ জুন মুম্বাইয়ে বান্দ্রার কার্টার রোডে নিজের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে, বিছানার চাদর গলায় প্যাঁচিয়ে ঝুলে থাকায় অ্যাসপিক্সিয়ার (অক্সিজেনের ঘাটতিতে দম বন্ধ হওয়া) কারণে মারা গেছেন তিনি। তার ঘরে পাওয়া গেছে প্রেসক্রিপশন ও অ্যান্টি ডিপ্রেশন ওষুধ। তবে সুশান্ত কোনও সুইসাইড নোট রেখে যাননি। সুশান্ত সিং রাজপুত
সুশান্তের প্রস্থানে মনমরা অভিনেতা মিঠুন চক্রবর্তী তার জন্মদিনের (১৬ জুন) আয়োজন বাতিল করেছেন। ভারতের ছোট ও বড় পর্দার কোনও তারকারই মন ভালো নেই। হাসিখুশি ছেলেটা এভাবে চলে যাবে তা বিশ্বাস করা সবার জন্যই কঠিন হয়ে গেছে। প্রাণবন্ত সুশান্ত দুম করে চিরশান্ত হয়ে সবাইকে শোকে ভাসাবেন কে জানতো!
তথ্যসূত্র: রয়টার্স

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…