X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শবনম ফারিয়ার দুঃখে দুঃখিত হয়ে গান লিখলেন জয়

সুধাময় সরকার
১৬ জুন ২০২০, ২৩:৫১আপডেট : ১৭ জুন ২০২০, ০৩:১১

নাজিম জয়, বাবার সঙ্গে শবনম ফারিয়া ও শান সায়েক শাহরিয়ার নাজিম জয়। অভিনয়, নির্মাণ আর উপস্থাপনার বাইরে তিনি গীতিকবিও বটে। যার সর্বশেষ নজির মিলেছে আজই (১৬ জুন)। প্রকাশ পেয়েছে তার লেখা ২৫তম গান ‘বাবা’।

বাবা সত্যি কি আমায় ছেড়ে চলে যাবে/ কথা বলো বাবা, একটা কথা বলো/ হঠাৎ কেন তোমার যাবার সময় হলো—এমন হৃদয়ছোঁয়া কথায় সাজানো শিরোনামের গানটিতে কণ্ঠ ও সুর দিয়েছেন শান সায়েক। গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ পেয়েছে এই সংগীতশিল্পীর ইউটিউব চ্যানেল।
জয় জানান, গানটি সৃষ্টির পেছনে রয়েছে একজন অভিনেত্রীর অবদান।
বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার একজন সহকর্মীর অসংখ্য ফেসবুক স্ট্যাটাস থেকে অনুপ্রাণিত হয়ে এই গানটি লেখার তাড়না অনুভব করি। যার সঙ্গে আমার কোনও কাজ হয়নি, এমনকি ব্যক্তিগত পরিচয়ও নেই। তবু আমি তার আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে ডুবে গিয়ে গানটি লিখেছি। বলছি অভিনেত্রী শবনম ফারিয়ার কথা।’
জয় জানান, বছর তিনেক আগে শবনম ফারিয়ার বাবা অসুস্থ ছিলেন। তখন অসুস্থ বাবাকে ঘিরে এই অভিনেত্রী ফেসবুকে প্রচুর স্ট্যাটাস দিতেন। এরমধ্যে তার বাবা মারা গেলেন। বাবাকে হারিয়ে ফারিয়ার স্ট্যাটাসে নেমে আসে আরও হতাশা আর বেদনার ছাপ। সেই বিষয়টি শাহরিয়ার নাজিম জয়ের ভেতরে গভীর দাগ ফেলে। অনেকটা শবনম ফারিয়ার বেদনাকে খানিক ছুঁয়ে দেখার আবেগ থেকেই আড়াই বছর আগে গানটি লেখেন তিনি।
জয় বলেন, ‘আমি আসলে ফারিয়ার দুঃখে দুঃখিত হয়ে গানটি লেখার চেষ্টা করেছি। যেটা সে নিজেও জানে না। আগেই বলেছি, তার সঙ্গে আমার সে অর্থে সরাসরি কোনও পরিচয় নেই। বাট একজন বাবার জন্য তার সন্তানের যে হাহাকার, সেটা আমাকে নাড়া দিয়েছে। এবং আমি লক্ষ করছি, ফারিয়া এখনও তার স্ট্যাটাসে বাবার শূন্যতা খুঁজে ফিরে।’
তাই বিশেষ এই গানটিকে জয় উৎসর্গ করেছেন শবনম ফারিয়ার বাবা মীর আবদুল্লাহকে। ২০১৭ সালের ১৬ জুলাই মৃত্যুবরণ করেন তিনি।
এদিকে গানটির শিল্পী ও সুরকার শান সায়েক বলেন, ‘বাবাকে নিয়ে এটাই আমার প্রথম গান। এটি গাওয়ার সময় আমি কেঁদেছি। অনেক দরদ দিয়ে তৈরি করা একটি গান।’

এদিকে গীতিকার জয় জানান, আগেও গানটি একবার রেকর্ড হয়েছে। তবে অফিসিয়ালি প্রকাশ হলো আজই (১৬ জুন)।
অভিনয়, পরিচালনা আর উপস্থাপনার পরিচয় পেরিয়ে গান লেখা প্রসঙ্গে জয়ের মন্তব্য এমন, ‘আমি মাত্র ২৫টি গান লিখেছি। কারণ, আমি অভিনেতার চেয়ে ভালো উপস্থাপক। উপস্থাপনার চেয়েও ভালো আমার গান লেখার হাত। সেজন্যই কম কম লিখি।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না