X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

৯ মাস পর ৯ দিন আগে নীরবে দেশে ফিরলেন এন্ড্রু কিশোর

বিনোদন রিপোর্ট
২০ জুন ২০২০, ১৬:৪৬আপডেট : ২১ জুন ২০২০, ০০:১৮

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ছবি (বামে) ৯ মাস পর ৯ দিন আগে অনেকটা চুপিসারে দেশে ফিরেছেন এন্ড্রু কিশোর। বিশ্রামের স্বার্থে ফেরার কথাটি কাউকেই জানাননি তিনি অথবা তার পরিবারের সদস্যরা।

এমনকি খবরটি দেশের বেশিরভাগ সংগীতশিল্পীরাও জানেন না।
১১ জুন রাত আড়াইটায় সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ঢাকায় নামেন এই শিল্পী। এরপর থেকে আছেন নিজের মিরপুরের বাসাতে। জানা গেছে, বিশ্বস্ত সূত্রে।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক তার ঘনিষ্ঠজন। জানান, এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনও তিনি বেশ দুর্বল। আর করোনার এই সময়ে নীরবেই বিশ্রাম নিতে চান শিল্পী। তাই কাউকেই ফেরার কথাটি জানাননি।
আরও জানান, কোলাহলমুক্ত থাকতে ডাক্তারের কড়া নির্দেশ আছে। তাই সেগুলো মেনে চলতে হচ্ছে এই শিল্পীকে।
উল্লেখ্য, কিডনি ও হরমোনজনিত সমস্যার কারণে উন্নত চিকিৎসা নিতে গত বছর ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান এন্ড্রু কিশোর। পরে তার শরীরে ক্যানসার কোষের উপস্থিতি পাওয়া যায়। বিভিন্ন ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেওয়া হয় তাকে।
ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে এরইমধ্যে বিক্রি করেছেন তার রাজশাহী শহরে কেনা ফ্ল্যাটটি। তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পীর পরিবারের পাশাপাশি সংগীতশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব, বেশ কিছু প্রতিষ্ঠান এবং প্রবাসীরা এগিয়ে এসেছেন।

/এম/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা