X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিল করা হয়েছে অমিতাভের চার বাংলো

বিনোদন ডেস্ক
১৩ জুলাই ২০২০, ১৭:৪৭আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৭:৫৭

অমিতাভের বাংলো বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনসহ পরিবারের চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সিল করা হয়েছে তাদের ব্যবহৃত চারটি বাংলো।

গতকাল (১২ জুলাই) অমিতাভ বচ্চনের প্রতীক্ষা, জনক, বৎস ও জলসা নামের বাংলোয় এই ব্যবস্থা নেয় মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

মূলত সেখান থেকে যেন করোনা ছড়াতে না পারে বা নতুন কেউ যেন সংক্রমিত না হয়- এ কারণে কিছুদিনের জন্য বন্ধ থাকবে এগুলো।
অমিতাভ ও অভিষেক বচ্চনের পর রবিবার ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যরও করোনা পজিটিভ আসে। পাশাপাশি বাড়ির পরিচারকদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। এরপরই বাংলোগুলো সিল করার উদ্যোগ নেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, বচ্চন পরিবারের ২৬ পরিচারকের নমুনা সংগ্রহ করে রবিবার পরীক্ষার জন্য পাঠানো হয়। অমিতাভের একটি বাংলো। ফাইল ছবি
আজ তাদের প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে সুরক্ষার জন্য সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে ।

মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে জানানো হয়েছে, সিল করার আগে চারটি বাংলোই স্যানিটাইজড করা হয়েছে।
এদিকে গতকাল সন্ধ্যায় টুইট করে নানাবতী হাসপাতালকে ধন্যবাদ দিয়েছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে টুইট বার্তায় অভিষেক বচ্চন বলেন, ‘ঐশ্বর্য ও আরাধ্যরও করোনা ধরা পড়েছে। ওদেরকে ইতোমধ্যেই সেলফ কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’
পিতা-পুত্র এখন নানাবতী হাসপাতালে আছেন।
সূত্র: এনডিটিভি

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…