X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দেশের সবচেয়ে দুর্গম এলাকা রেমাক্রী নিয়ে স্বল্পদৈর্ঘ্য

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ১৫:০৫আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৬:৩৯

একটি দৃশ্যে ফজলুর রহমান বাবু ও শরিফুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে দুর্গম পর্যটন এলাকা রেমাক্রী। বান্দরবানের থানচি উপজেলার পাহাড়ি এ এলাকায় যেতে হয় হেঁটে ও নৌকায়। প্রায় আধাবেলার পরিশ্রমের পর পৌঁছানো যায় এই নৈসর্গিক এলাকায়।

অত্যন্ত দুর্গম হওয়ায় অনেক পর্যটকই যেতে পারেন না এখানে। সেই স্থানটি নিয়ে নির্মিত হলো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর নামও ‘রেমাক্রী’।
এটি তৈরি করেছেন মাকসুদ হোসাইন।
তিনি জানান, ইতোমধ্যে স্বল্পদৈর্ঘ্যটি কানাডার দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব টরন্টোতে আমন্ত্রিত হয়েছে। আগামী ১৪ আগস্ট এটি সেখানে দেখানো হবে।
এই পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‌‘বাবা ও ছেলের গল্প এতে উঠে আসবে। তাদের ব্যাটারিচালিত একটি টিভি আছে। সেটি নষ্ট। অন্যদিকে ছোট ছেলেটি মেসি ভক্ত। সে বাবার কাছে বায়না ধরে যেভাবেই হোক বিকালের মধ্যে টিভিটা বান্দরবান থেকে ঠিক করে এনে দিতে। এতে বাবা ও ছেলের টিভি ঠিক করার জার্নিটা তুলে ধরা হয়েছে। সঙ্গে থাকছে প্রাকৃতিক স্বর্গীয় সৌন্দর্য।’
জানা যায়, গত বছরে এর দৃশ্যধারণ হয়েছে অঞ্চলটিতে। এতে বাবার ভূমিকায় আছেন ফজলুর রহমান বাবু ও ছেলে হিসেবে আছে শরিফুল ইসলাম।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল