X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১০৪ বছর বয়সে চলে গেলেন সোনালি যুগের কিংবদন্তি

বিনোদন ডেস্ক
২৭ জুলাই ২০২০, ১২:৫৮আপডেট : ২৮ জুলাই ২০২০, ০০:০৮

 

অলিভিয়া অলিভিয়া দে হ্যাভিল্যান্ড; তাকে বলা হয় হলিউডের স্বর্ণালি যুগের কিংবদন্তি। বলা হয়, ‘‌গন উইথ দ্য উইন্ড’-এর শেষ সাক্ষী। তবে সেটাও আর রইলো না।
খ্যাতনামা এ চলচ্চিত্রের কিংবদন্তি তারকা অলিভিয়া দে হ্যাভিল্যান্ড মারা গেছেন। রবিবার (২৬ জুলাই) প্যারিসে নিজ বাসায় ১০৪ বছর বয়সে চিরবিদায় নেন এই তারকা।

৫০ বছর বয়সের ক্যারিয়ারে মাত্র ৫০টি চলচ্চিত্র করে অন্যরকম এক উচ্চতায় নিয়ে যাওয়া এ শিল্পী জীবনের বড় একটি সময় ফ্র্যান্সে কাটান। প্রায় ৬০ বছর ধরে প্যারিসে বসবাস করছিলেন তিনি। সেখানেই তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি জানিয়েছেন তার মুখপাত্র লিসা। জানান, বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এই তারকা।

অলিভিয়ার ক্যারিয়ারে অন্যতম মাইলফলক ছিল কালজয়ী ‘‌গন উইথ দ্য উইন্ড’ (১৯৩৯) চলচ্চিত্র। এর ফলে তিনি অস্কার পান। এছাড়া পাঁচ দশকে পাঁচবার মনোনীত ও মোট দুইবার অস্কার বিজয়ী হন।

হলিউড ইতিহাসের মহাকাব্যিক সিনেমা ‘গন উইথ দ্য উইন্ড’ সংশ্লিষ্ট অন্যরা অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তবে কালজয়ী ছবির জীবিত একমাত্র সাক্ষী ছিলেন অলিভিয়া। শেষ পর্যন্ত তিনিও পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন।
সূত্র: বিবিসি

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা