X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় গাড়িতে বসে দেখা যাবে ‘পোড়ামন-২’

বিনোদন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৭:০৪আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৩:৪৯

সিয়াম-পূজা

২০১৮ সালের রোজার ঈদে দেশে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘পোড়ামন ২’। চলচ্চিত্রটি এবার করোনার পরিস্থিতিতে মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়।

তাও বিশেষ পদ্ধতিতে। চলচ্চিত্র দেখার ব্যতিক্রমী আয়োজন ড্রাইভ-ইন বা একসঙ্গে গাড়িতে বসে পর্দায় দেখা যাবে এটি। মূলত থিয়েটারের সামনে নিজেদের গাড়িগুলোই হবে বসার সিট। ড্রাইভ-ইন থিয়েটার

আগামী ৮ আগস্ট সিডনির ফেয়ার ফিল সেন্টারে এটি মুক্তি পাবে। এমন ব্যতিক্রমী উদ্যোগের পেছনে আছেন ‌‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের পরিচালক দীপংকর দীপন ও অস্ট্রেলিয়া প্রবাসী দুই বাংলাদেশি। তারা হলেন আকাশ আহসান ও ওয়াহিদ সিদ্দিক।

তাদের তৈরি প্রতিষ্ঠান বাংলা ড্রাইভ-ইন মুভি (বিডিএম) এটি মুক্তি দিচ্ছে।

আজ (২৭ জুলাই) অলনাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এতে উদ্যোক্তারা ছাড়াও ছবির পরিচালক রায়হান রাফী, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরী অংশ নেন।

দীপংকর দীপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘করোনা পরিস্থিতির নিউ নরমাল জীবনে চিকিৎসকরা বলছেন, মানসিক চাপ কামাতে বা মন প্রফুল্ল রাখতে। আর এ কারণে আমরা বিদেশের মাটিতে দেশের এ ছবিটি মুক্তির উদ্যোগ নিয়েছি। যেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে এই আয়োজন চলবে। ছবিতে সালমান শাহকে উৎসর্গ করে গানও আছে। ড্রাইভ-ইন ছবিতে বাংলার চলচ্চিত্রের এ যাত্রাটিও আমরা সালমান শাহকে উৎসর্গ করছি।’

সিডনিতে মুক্তি উপলক্ষে রায়হান রাফী বলেন, ‘এই ছবিটি দিয়েই আমার স্বপ্নের শুরু। এতদিন পরও দর্শকের ভালোবাসা পাচ্ছি দেখে খুবই ভালো লাগছে। আর এমন মাধ্যমে আমার ছবিটি বেছে নেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।’

‘পোড়ামন’ ও ‘পোড়ামন ২’- দুটি ছবিই প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। ‘পোড়ামন-২’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, সাঈদ বাবু ও নাদের চৌধুরীসহ অনেকে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা