X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনায় মারা গেলেন চিত্রপরিচালক টুলু

বিনোদন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ১৪:৪০আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৫:৫৯

আফতাব খান টুলু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চলচ্চিত্র পরিচালক আফতাব খান টুলু (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একাধিক সদস্য।

তার মৃত্যুতে শোক নেমে এসেছে চলচ্চিত্রপাড়ায়। শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ সিনেমা সংশ্লিষ্ট সংগঠনগুলো। টুলু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।
‘দুনিয়া’, ‘ফুল আর কাঁটা’, ‘সতীপুত্র আবদুল্লাহ’, ‘আমার জান’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘সবাই তো সুখী হতে চায়’সহ বেশ কিছু ছবির পরিচালক ছিলেন আফতাব খান টুলু।
করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার হাসপাতালে ভর্তি হন এই চিত্রপরিচালক। পরে অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।
আফতাব খান টুলু দীর্ঘদিন ধরেই ঢাকার মোহাম্মদপুরে শেখেরটেকের ১ নম্বর রোডে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। চলচ্চিত্র থেকেও অবসর নিয়ে নীরবেই দিন কাটাচ্ছিলেন।
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার চলচ্চিত্র ‘সবাই তো সুখী হতে চায়’র সুবাদেই নায়ক হিসেবে বড় পর্দায় পা রাখেন। এতে তার বিপরীতে ছিলেন নবাগতা কারিশমা শেখ। তবে শাকিব অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’।
আফতাব খান টুলু পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দায়ী কে?’। এটি ১৯৮৭ সালে মুক্তি পায়। এরপরের দুই দশক নিয়মিত কাজ করেছেন এই চিত্রপরিচালক।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!