University band festদেশের বিশ্ববিদ্যালয়ের উঠতি ব্যান্ডগুলোকে নিয়ে উৎসব আয়োজন করা হচ্ছে। আগামী ২৬ ডিসেম্বর দুপুর ২টা এটি অনুষ্ঠিত হবে উত্তরার এপিবিএন মাঠে। বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডগুলোর পাশাপাশি এতে পরিবেশনায় থাকবে প্রমিথিউস, শিরোনামহীন, আর্বোভাইরাস ও ধ্রুব। ‘ইউনিভার্সিটি ব্যান্ড ফেস্ট’ শিরোনামের এ আয়োজনটি করেছে ক্রিয়েটিভ ডিন।
আয়োজন সূত্রে জানা যায়, এতে অংশ নেবে ঢাকা বিশ্বাবিদ্যালয়, বুয়েট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আইইউবি ও ইউআইইউ।
জানা গেছে, প্রতিটি বিশ্বাবিদ্যালয়ে প্রাথমিক বাছাইয়ের পর চূড়ান্ত আয়োজন করা হয়েছে। মূলত নতুন ব্যান্ড শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্যই এ আয়োজন।

এর আগে এই প্রতিষ্ঠান রাজধানীতে ‘ইন্টার স্কুল রক ফেস্ট’-এর আয়োজন করেছিল। চলতি বছরের মার্চে সে উৎসবে ১০টি ব্যান্ড অংশ নেয়।

/এম/এমএম/