X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনায় মারা গেছেন কণ্ঠশিল্পী কোনালের বাবা

বিনোদন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৬

বাবা-মায়ের সঙ্গে কোনাল গেলো এক সপ্তাহ ধরে করোনাক্রান্ত বাবা ও মায়ের জন্য সবার কাছে দোয়া চাইছিলেন কণ্ঠশিল্পী কোনাল। চলছিল রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা।
এরমধ্যে মায়ের শারীরিক অবস্থার উন্নতি হলেও বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মাত্র ৬০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন কোনালের বাবা মনির হোসেন মন্টু। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন কোনালের স্বামী সাংবাদিক মনজুর কাদের জিয়া।
জিয়া জানান, করোনা পজিটিভ ফলাফল পাওয়ার পর প্রথমে ভর্তি করানো হয় ল্যাবএইড হাসপাতালে। সেখানে পাঁচদিন চিকিৎসার পর তেমন কোনও উন্নতি না হওয়ায় ৯ সেপ্টেম্বর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। একদিনের মাথায় চলে যান কুয়েতে বঙ্গবন্ধু পরিষদের এই সাধারণ সম্পাদক।

মনজুর কাদের জিয়া বলেন, ‘বাবা-মা ছিলেন কোনালের কাছে তার ছেলেমেয়ের মতো। ওকে কী বলে সান্ত্বনা দেবো, সেটা বোঝার শক্তি নেই আমার। ও চরম ভেঙে পড়েছে। মাকে খবরটি এখনও জানানো হয়নি। তিনিও একই হাসপাতালে চিকিৎসাধীন। খবরটি তাকে কেমন করে জানাবো, সেটাও আমরা ভেবে পাচ্ছি না। সবার কাছে দোয়া চাই, বাবার জন্য। তিনি যেন পরপারে শান্তিতে থাকেন।’
মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান ছাড়াও বাংলাদেশ ও কুয়েতে অসংখ্য গুণগ্রাহী রেখে যান মনির হোসেন মন্টু। তিনি দীর্ঘদিন কুয়েত সরকারের মিনিস্ট্রি অব ইন্টেরিয়র বিভাগে সুনামের সঙ্গে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ঋতুরঙা শিল্পীগোষ্ঠী এবং সভাপতি ছিলেন কুয়েতের বৃহত্তর ঢাকা সমিতির।
জামাতা (বামে) ও দুই ছেলে-মেয়ের মাঝে মন্টু-মিনু দম্পতি জিয়া জানান, এরমধ্যে হাসপাতাল থেকে মনির হোসেন মন্টুর মরদেহ মানিকগঞ্জের সিংগাইরে নিজ গ্রামে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। সিদ্ধান্ত হয়েছে মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।      
অন্যদিকে কোনালের মা সায়মা মনির মিনুর অবস্থা এখন উন্নতির দিকে। 

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!