X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অক্ষয়ের ফিট থাকার রহস্য অদ্ভুত পানীয়!

বিনোদন ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৫

অক্ষয় কুমার দুই দিন আগে ৫৩তম জন্মদিনের কেক কেটেছেন অক্ষয় কুমার। তাকে দেখে কেইবা বলবে এত বয়স!
এখনও কি সুঠাম শরীর! যেকোনও তরুণকে দৌড়ের ওপর রাখতে পারেন অনায়াসে। তার মতো ফিটনেস কে না চায়! বলিউডে নিঃসন্দেহে সবচেয়ে ফিট তারকাদের মধ্যে তিনি অন্যতম।
১০ সেপ্টেম্বর রাতে ইনস্টাগ্রামে লাইভ সেশনে অক্ষয় জানালেন, শরীরকে চাঙা রাখতে আয়ুর্বেদিক হিসেবে প্রতিদিন গোমূত্র পান করেন তিনি! আরও জানালেন, ব্রিটিশ দুঃসাহসী অভিযাত্রী বেয়ার গ্রিলসের সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বলেছিলেন তিনি। ‘ইনটু দ্য ওয়াইল্ড’ অনুষ্ঠানে দেখা যাবে তাদের।
জলে-জঙ্গলে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা জানিয়েছেন অক্ষয়। বেয়ার গ্রিলস ছাড়াও লাইভে ছিলেন ‘বেল বটম’ ছবির নায়িকা হুমা কুরেশি। তিনিই বেয়ার গ্রিলসের কাছে প্রশ্ন করেন, ‘ইনটু দ্য ওয়াইল্ড’ অনুষ্ঠানে হাতির বিষ্ঠা দিয়ে বানানো চা পানে কীভাবে রাজি করিয়েছেন অক্ষয়কে। প্রশ্নটা শুনে ‘খিলাড়ি’ তারকা হেসে ফেলেছেন। হাসি আসা স্বাভাবিকই। কারণ গোমূত্র পানের অভ্যাস আছে যার, তার কাছে এ আর এমন কী!
ভারতে চিকিৎসা পদ্ধতি হিসেবে বহু সময় ধরে ব্যবহৃত হচ্ছে গোমূত্র। গাভীর মূত্রকে স্বাস্থ্যকর বিবেচনা করা হয় বিশেষভাবে, কারণ এতে বিশেষ হরমোন ও খনিজ রয়েছে।
শুধু গোমূত্র পান নয়, কঠোর ডায়েট ও ব্যায়ামের রুটিন মেনে চলেন অক্ষয়। স্বাস্থ্যকর জীবনধারার অভ্যাস রপ্ত করেই ফিট থাকেন তিনি।


কর্নাটকে বন্যপ্রাণীর অভয়ারণ্য বন্দিপুর ন্যাশনাল পার্ক ও টাইগার রিজার্ভে ‘ইনটু দ্য ওয়াইল্ড’ অনুষ্ঠানের চিত্রায়ন হয়েছে। আজ (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রিমিয়ার হবে ডিসকভারি প্লাস চ্যানেলে। ডিসকভারি চ্যানেলে এটি দেখা যাবে আগামী ১৪ সেপ্টেম্বর।
এদিকে ‘বেল বটম’ ছবির শুটিং চলছে স্কটল্যান্ডে। এতে আরও অভিনয় করছেন বাণী কাপুর ও লারা দত্ত। এটি ছাড়াও অক্ষয়ের হাতে আছে ‘লক্ষ্মী বোম’, ‘সূর্যবংশী’, ‘পৃথ্বিরাজ’ ও ‘আতরঙ্গি রে’।

 
 
 
View this post on Instagram

@beargrylls @iamhumaq @discoveryplusindia @discoverychannelin

A post shared by Akshay Kumar (@akshaykumar) on Sep 10, 2020 at 2:06am PDT

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’