X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চার বছরে পা রাখলো দুরন্ত টিভি

বিনোদন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ০০:০৫আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২৩:১২

চার বছরে পা রাখলো দুরন্ত টিভি সফলতার তিন পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করলো বাংলাদেশের একমাত্র শিশুতোষ টিভি চ্যানেল দুরন্ত।
২০১৭ সালের এই দিনে (৫ অক্টোবর) যাত্রা করে বেসরকারি চ্যানেলটি। মাত্র তিন বছরেই শিশুদের পাশাপাশি বড়দেরও মন জয় করে নিয়েছে নানামাত্রিক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে। শুরু থেকেই দুরন্ত টিভি শিশুদের অনুষ্ঠান নিয়ে কাজ করছে। চেষ্টা ছিল শিশুরা যেন এই চ্যানেলটিকে তাদের মনে করে। দুরন্ত’র মূল উদ্দেশ্য হলো আনন্দের পাশাপাশি জীবনবোধ ও মানবিকতার শিক্ষা শিশুদের কাছে পৌঁছে দেওয়া।
দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘তিন বছরের এই পথচলায় আমাদের চেষ্টা ছিল শিশুদের জন্য আলাদা এক জগৎ তৈরি করার। যেখান থেকে শিশুরা তাদের দৈনন্দিন জীবনে আনন্দের সাথে অনেক কিছু শিখতে পারবে। সেই সাথে অভিভাবকদের কাছেও দুরন্ত এক আস্থার জায়গা হিসেবে বিবেচিত হবে। আমার মনে হয় আমরা সেই জায়গাটা নিশ্চিত করতে পেরেছি। আশা করছি সেটি ধরে রাখতে পারবো।’  
প্রতিবছর বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হলেও এ বছরের দৃশ্যপট ভিন্ন। মহামারির এই সময়ে লোকসমাগম এড়াতে এবার দুরন্ত টিভির কার্যালয়ে শিশুদের সাথে নিয়ে দিনটি উদযাপন করা সম্ভব হচ্ছে না বলে জানান চ্যানেলটির মুখপাত্র জাফরিন খান।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়