X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় আহত নির্মাতা রিয়াজুল রিজু

বিনোদন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ১৪:৫৮আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০২:২৩

রিয়াজুল রিজু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ নির্মাতা রিয়াজুল রিজু।

বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আদি টাঙ্গাইলের থানাপাড়া এলাকায় মোটরসাইকেলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় রিজুর সঙ্গে ছিলেন তার বন্ধু রাসেল। তিনিও গুরুতর আহত হয়েছেন। এরপর দুজনকে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ‘ব্ল্যাক লাইট’ নামের একটি সিনেমার শুটিং লোকেশন দেখতে বের হয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তারা।
রিয়াজুল রিজুর প্রযোজনা প্রতিষ্ঠান কারুকাজ-এর মিডিয়া ও মার্কেটিং প্রধান ইমদাদুল ইসলাম যিকরান বলেন, ‘বুধবার বিকালে রিজু ভাই মোটরসাইকেলে করে নতুন সিনেমার শুটিংয়ের জন্য লোকেশন দেখতে বের হন। রাত ১০টার দিকে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ডের পাশে নিজ বাসায় ফেরার পথে দুজনেই মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে একটি গভীর খাদে পড়ে যান। দুজনই গুরুতর আহত হয়েছেন। রিজু ভাইয়ের মাথায় তিনটি সেলাই লেগেছে। তার বন্ধুর অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
রিয়াজুল রিজু তার প্রথম সিনেমা ‘বাপজানের বায়স্কোপ’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৫) পেয়েছেন। শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৮টি বিভাগে পুরস্কার পায় মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা "বাপজানের বায়োস্কোপ" খ্যাত রিয়াজুল রিজু রাত ১০টার দিকে আদি টাঙ্গাইলে...

Posted by ইমদাদুল ইসলাম যিকরান on Wednesday, October 7, 2020
/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
চলে গেলেন অভিনেতা রুমি
চলে গেলেন অভিনেতা রুমি