X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রুনা লায়লার জন্মদিনে দুই মেয়ের গান

বিনোদন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ১৩:৫৬আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৬:৪৫

রুনা লায়লা/ ছবি: ডিএমএস ১৭ নভেম্বর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার জন্মদিন। প্রতিবছরই এ দিনটি বেশ ঘটা করে পালন করেন তার শুভাকাঙ্ক্ষীরা। এতে শরিক হন এই কিংবদন্তি।
এবারও সেই উপলক্ষ আসছে। কারণ খোদ রুনা লায়লাই জানালেন, এদিন প্রকাশ হবে তার সুরে চার-চারটি গান। মজার বিষয় হলো, এর মধ্যে দুটি গানে কণ্ঠ দিয়েছেন রুনার দুই মেয়ে আঁখি আলমগীর (আলমগীরের সন্তান) ও তানি লায়লা।
বাকি শিল্পীরা হলেন জিনিয়া জাফরিন লুইপা ও হৈমন্তী রক্ষিত।
গানগুলোর কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও কবির বকুল। এগুলোর সংগীতায়োজনে আছেন রাজা কাশেফ।
রুনা লায়লা বলেন, ‌‘আমি খুবই খুশি যে জন্মদিনে আমার চারটি গান রিলিজ হবে। এবং ধ্রুব মিউজিক এটা করছে। আর একটি বিষয় হলো, এই চারটি গানই গাইবেন এ প্রজন্মের চার শিল্পী। এই আয়োজনের সঙ্গে যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ।’
২০১৭ সালে সিনেমার জন্য প্রথম সুর করেন রুনা লায়লা। আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে ছিল তা। এরজন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এরপর তার সুরে বিদেশি শিল্পীরাও গান গেয়েছেন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা