X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইনস্টাগ্রাম হয়ে অ্যামাজন প্রাইমে বাংলাদেশের সিরিজ!

বিনোদন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ১৩:৪৩আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৫:২৩

তিন নির্মাতা বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম হয়ে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে যুক্ত হয়েছে বাংলাদেশের ওয়েব সিরিজ ‘ডিয়ার মেমোরিজ’। সিরিজটি আজ (৩১ অক্টোবর) থেকে দেখা যাবে।
এত অভিনয় করেছেন জর্জ দ্বীপ্ত, উম্মে ঊষা, রাফি ওয়াটসন, মামুন চৌধুরী রিপন প্রমুখ।
‘ডিয়ার মেমোরিজ’ সিরিজটি প্রযোজনা করেছে ইন্ডিমাইন্ডস ও সাবলাইম মিডিয়া। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের তিন তরুণ নির্মাতা- উম্মে ঊষা, শুভ পাল ও মাসুক হোসেন। বর্তমান প্রজন্মের তরুণদের বন্ধুত্ব, প্রেম এবং যাপিত জীবনের গল্পকে উপজীব্য করে এটির গল্প এগিয়েছে।

সিরিজটি প্রথম উন্মুক্ত হয় ১৪ ফেব্রুয়ারি থেকে ইনস্টাগ্রামের আইজিটিভি প্ল্যাটফর্মে। বাংলাদশ থেকে যেখানে প্রথম কোনও কনটেন্ট প্রকাশ হয়েছে। এরপর সেটি এখন উঠলো অ্যামাজন প্রাইমে। 
সিরিজটির সিনেমাটোগ্রাফার, এডিটর ও অন্যতম নির্মাতা শুভ পাল বলেন, ‘এটা একেবারেই নো বাজেট এক্সপেরিমেন্টাল একটা প্রোডাকশন। সিরিজটি ইনস্টাগ্রামের জন্য ভারটিক্যাল ফরম্যাটে শুট করা হলেও অ্যামাজন প্রাইমে ৪:৩ একাডেমি এসপেক্ট রেশিওতে স্ট্রিম হবে। ভবিষ্যতে আমরা অ্যামাজন প্রাইমের জন্য বেশ কিছু কাজের পরিকল্পনা করছি।’
‘ডিয়ার মেমোরিজ’-এর আরেক নির্মাতা ও অভিনেত্রী উম্মে ঊষা বলেন, ‘সত্যি বলতে আমার মাঝে অনেক ভালোলাগা কাজ করছে। এতো দিনের কষ্ট সার্থক লাগছে। ক্যামেরার পিছনে সব গুছিয়ে আবার সামনে দাঁড়ানোটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কিন্তু ভালো কিছু দাঁড়াবে এই আশায় সবসময় নিজের মধ্যে সাহস যুগিয়েছি। পরবর্তীতে আরও ভালো কিছু করার ইচ্ছে আছে।’
সিরিজের রাইটার ও আরেক নির্মাতা এস এম মাসুক বলেন, ‘চলমান খারাপ সময়ে এটা আমাদের কাছে খুবই খুশির একটা অর্জন। টিমের ও দর্শকদের সবাইকে ধন্যবাদ, ভালবাসা ও অভিনন্দন।’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার