X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডন হাসান, পুলিশ রাজ!

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ১৭:২০আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৭:৩৭

রাজ ও হাসান নব্বই দশকের ব্যান্ড মহারথী ধরা হয় হাসানকে। শূন্য দশকের পর ব্যান্ড আর্ক ও স্বাধীনতার এই শিল্পী অনেকটাই অন্তরালে চলে গেছেন। এবার ভিন্নভাবে ফিরলেন। তবে গানের ভুবনে নয়; বিজ্ঞাপনে।
‘সুইটি’, ‘তাজমহল’, ‘এতো কষ্ট কেন ভালোবাসায়’, ‘কেন মনকে বোঝাতে পারি না’, ‘একাকী’, ‘আয়না’সহ অসংখ্য জনপ্রিয় পপ গানের এ তারকা হাজির হচ্ছেন ডন হিসেবে!
আর সেখানে তাকে পাকড়াও করতে মরিয়া ‘ন ডরাই’-খ্যাত নায়ক শরিফুল রাজ।
আরএফএল গুডলাক বলপেনের একটি বিজ্ঞাপনে এভাবেই তারা হাজির হচ্ছেন।
বিষয়টি নিয়ে হাসান বাংলা ট্রিবিউনকে বললেন, ‘সম্প্রতি এর কাজ করলাম। আমি গানের মানুষ, অভিনয়ের ভুবনে খুব একটা আসা হয়নি। এবারই প্রথম বিজ্ঞাপনে দাঁড়ালাম। চলতি সপ্তাহে এর দৃশ্যধারণ হয়েছে উত্তরার একটি শুটিং বাড়িতে। তবে বিষয়টাকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। শত হলেও তো গানের মানুষ!’
তিনি জানান, এতে তাকে একজন আন্তর্জাতিক মানের ডন হিসেবে দেখা যাবে। যে কিনা আত্মগোপন করে বাংলাদেশে। একটা সময় পুলিশ তার অবস্থান খুঁজে পায় এবং গ্রেফতার করে। কিন্তু সে কোনোভাবেই তার অপরাধ স্বীকার করে না! তবে বলপেনের কারণে সব জট খুলে যাবে।
হাসানের সঙ্গে কাজ করা নিয়ে আপ্লুত রাজ। তিনি বলেন, ‌‘ছোট্টবেলার উনার গানের ক্যাসেট কিনতাম আর বড় হয়ে উনার সাথে স্ক্রিনে কাজ! সত্যিই অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা হলো।’
জানা যায়, বিজ্ঞাপনটি নির্মাণ করেছে প্রাণ আরএফএল টিম। শিগগিরই এটি টেলিভিশনে প্রচার হবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!