X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
ম্যারাডোনার মৃত্যুতে শিল্পীদের শোক

‘তুমি কি স্বর্গেও প্রতিপক্ষের ডিফেন্সকে নাস্তানাবুদ করবে’

বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর ২০২০, ১৫:৩৭আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৭:১৭

ডিয়েগো ম্যারাডোনা—অনেকের কাছে ফুটবল ঈশ্বর, কারও কাছে ম্যাজিশিয়ান। বাংলাদেশসহ এশিয়া মহাদেশে লাতিন ফুটবলের যে জনপ্রিয়তা, তার বেশিরভাগই এসেছে এই মহারথীর ‘বাঁ পায়ে’ ভর করে। আর নির্দিষ্ট করে বললে আর্জেন্টিনার সাদা-আকাশী পতাকা ভাগ বসিয়েছে বাংলাদেশের আকাশে, তাও এই মানুষটির কারণে। ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই ফুটবল কিংবদন্তি। ম্যারাডোনা আর নেই- অমোঘ সত্য মানতে অনেকেরই কষ্ট হচ্ছে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা বিশ্ব।
দেশীয় বিনোদন অঙ্গনও এর ব্যতিক্রম নয়। প্রিয় ফুটবলারের মৃত্যুতে অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন। তাদের সেই কথামালা নিয়েই এ আয়োজন-
‘তুমি কি স্বর্গেও প্রতিপক্ষের ডিফেন্সকে নাস্তানাবুদ করবে’ শাকিব খান, নায়ক-প্রযোজক
আমার দেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় ম্যারাডোনা। তিনি ছিলেন সেরাদেরও সেরা। তার আত্মা শান্তিতে থাকুক।
আলিফ আলাউদ্দীন, কণ্ঠশিল্পী
এ কেমন দুঃখের সংবাদ! ম্যারাডোনা, আমি আর্জেন্টিনার সমর্থক হয়েছিলাম শুধু তোমার জন্য। সৃষ্টিকর্তা তোমাকে শান্তিতে রাখুন।
জান্নাতুল ফেরদৌস ঐশী, অভিনেত্রী
সত্যি বলতে, আমাদের এই সংবাদটি মেনে নিতে হবে। কিন্তু আমি তার খ্যাপাটে খেলাগুলো খুব মিস করবো।
পুতুল, সংগীতশিল্পী
জাদুকর কাকে বলে?
যখন একজন মানুষ তার কারণে পৃথিবীর কোটি মানুষকে তার দেশটিকে চিনিয়ে দিতে পারেন, পারেন তারই মতো খ্যাপাটে অনুরাগীতে পরিণত করতে, পারেন চূড়ান্ত ব্যর্থতাতেও সেই দেশের সমর্থন ছেড়ে অন্য কোনও দলের অনুরাগী না হতে বাধ্য করতে। পারেন প্রজন্মের পর প্রজন্মে তার দেশের নামটিকে বুকে গাঁথিয়ে নিতে, পারেন শিরোপার দৌড়ে পিছিয়ে থেকেও গলা উঁচিয়ে সমর্থকদের কথা বলিয়ে নিতে। পারেন তার দেশ থেকে হাজার মাইল দূরের দেশের ছোট্ট গ্রামের চায়ের দোকান বা বাড়ির ছাদে তার দেশের পতাকা টানিয়ে নিতে!
ফুটবল বিশ্বের সবচেয়ে আদুরে, পাগলাটে, খ্যাপাটে আর অভিমানীর নাম- ম্যারাডোনা! বিদায়!
আশফাক নিপুণ, নির্মাতা
২০২০ সালে আমরা আমাদের বেশিরভাগ রত্ন হারিয়েছি। ডিয়েগো ম্যারাডোনা হলো এই পৃথিবীর একমাত্র ফুটবল রকস্টার। কী অসাধারণ প্রতিভা তিনি! তেমনি তার বর্ণিল জীবন। বিশ্বকাপজয়ী ম্যারাডোনা আসলেই সফল!
ওয়াহিদ ইবনে রেজা, হলিউড অ্যানিমেটর
তুমি কি স্বর্গেও প্রতিপক্ষের ডিফেন্সকে নাস্তানাবুদ করবে? ধন্যবাদ ডিয়েগো! অবশেষে তোমার জন্য কিছুটা শান্তির জায়গা তৈরি হলো!

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা