X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
স্মরণে আলী যাকের

‘ছোটলু ভাই’-এর প্রয়াণে ফেসবুক হলো শোকবই

সুধাময় সরকার
২৭ নভেম্বর ২০২০, ১৮:৩৬আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৩:০৩

আলী যাকের/ ছবি: ইরেশ যাকের শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিট থেকে বিকাল ৫টা নাগাদ, মাত্র কয়েক ঘণ্টায় ফেসবুক পরিণত হয়েছে শোকবইয়ে। একুশে পদকপ্রাপ্ত নাট্যজন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকেরের প্রস্থানে যেন দিনভর কেঁদেছে তার নিকট স্বজনরা। কে নেই এই স্বজনের তালিকায়? সাংবাদিক থেকে সম্পাদক, মঞ্চকর্মী থেকে চলচ্চিত্র তারকা, টিভি তারকা থেকে সংগীতশিল্পী, নির্মাতা থেকে সমালোচক—সঙ্গে অগুনতি ভক্ত; সমস্বরে কেঁদেছেন সবাই।
প্রেমময় সেই প্রিয়জন হারানোর প্রতিধ্বনির কিছু অংশ তুলে ধরা হলো এখানে—
সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী ও সংসদ সদস্য
আমি কোনও শব্দ খুঁজে পাচ্ছি না, আমার ভেতরের প্রতিক্রিয়া প্রকাশের। আলী যাকের, আমার প্রিয় ছোটলু ভাই না ফেরার দেশে চলে গেছে! সারা ভাবী, ইরেশ ও শ্রিয়া—তোমাদের এই কষ্ট সহ্য করার ক্ষমতা আশা করি খুঁজে পাবে।
ভালোবাসা ছোটলু ভাই। ততক্ষণ পর্যন্ত বিদায় জানিয়ে রাখলাম, যতক্ষণ ফের দেখা হচ্ছে আমাদের। গভীর শ্রদ্ধা।

There are no words to express my thoughts or feelings.
Aly Zaker , our dear Chotlu Bhai has made his eternal journey....

Posted by Suborna Mustafa on Thursday, November 26, 2020


মাসুম রেজা, নাট্যকার
আলী যাকের.. একজন শুদ্ধ শিল্পী। শিল্পে ব্রত একজন মানুষ। বিটিভিতে প্যাকেজের আওতায় আমার প্রথম ও দ্বিতীয় নাটক ‘কৈতব’ ও ‘সেকু সেকান্দার’-এর প্রধান চরিত্রের অভিনেতা। টেরিস্ট্রিয়াল ইটিভিতে আমার প্রথম সাপ্তাহিক নাটক ‘কূপ’-এ তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। একজন মুক্তিযোদ্ধা।
মনে পড়ে, একটি নাটক পাঠের নিমিত্তে তিনি আমার বাড়িতেও এসেছিলেন। অসামান্য এই শিল্পীর সাথে আমার হৃদ্যতা ছিল। আমার এই গৌরব কোনোদিন ক্ষুণ্ণ হবে না। তিনি মৃত্যুকে জয় করা একজন মানুষ। মৃত্যু তাকে মারতে পারবে না কোনোদিন।

আলী যাকের.. একজন শুদ্ধ শিল্পী.. শিল্পে ব্রত একজন মানুষ.. বিটিভিতে প্যাকেজের আওতায় আমার প্রথম ও দ্বিতীয় নাটক কৈতব ও সেকু...

Posted by Masum Reza on Friday, November 27, 2020

সামিনা চৌধুরী, সংগীতশিল্পী
আলী যাকের অভিনয়ের শক্তি। এবার বিদায় নিলেন....। আটকে রাখার শক্তি আমাদের কার আছে...? ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
জুলফিকার রাসেল, গীতিকবি ও সম্পাদক
ঘুম থেকে উঠে শুনি আমাদের সবার শ্রদ্ধেয়জন আলী যাকের নেই! আমাদের ছোটলু ভাই! আমি সম্বোধন করতাম ‘বস’ বলে! দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছি! তার সংস্পর্শে থেকে অনেক কিছু শিখেছি! মানুষ হিসেবে তার কোনও তুলনা চলে না!
আমার দৃষ্টিতে ‘অসাধারণ’ শব্দটিও তার সামনে তুচ্ছ! আমি মানতেই পারছি না ‘বস’ নেই! আমি ‘লাভ ইউ বস’ বললে আর কোনও দিন উত্তর আসবে না ‘সো ডু আই’!
স্যালুট বস! উত্তর দেন বা না দেন, আমি বলবোই, ‘আই লাভ ইউ বস’!

ঘুম থেকে উঠে শুনি আমাদের সবার শ্রদ্ধেয়জন আলী যাকের নেই! আমাদের ছোটলু ভাই! আমি সম্বোধন করতাম 'বস' বলে! দীর্ঘদিন তাঁর সঙ্গে...

Posted by Zulfiqer Russell on Thursday, November 26, 2020

বন্যা মির্জা, অভিনেত্রী
জীবন এক অদ্ভুত! আমার ফেসবুকের কভার ফটোটা- নিশাত আপার সাথে আমি দাঁড়ানো মঞ্চে! সেই নিশাত আপা নেই!
এই যে দাঁড়াতে পেরেছি, তা ছোটলু ভাই শিখিয়েছেন তার নাটক দিয়ে। হ্যাঁ, ‌‘দর্পণে শরৎশশী’ তারই নির্দেশনা। তিনিই আজ চলে গেলেন!

জীবন এক অদ্ভুত আইরনি, আমার কভার ফটোটা যেখানে নিশাত আপার সাথে আমি দাঁড়ানো মঞ্চে! নিশাত আপা নেই!
এই যে দাঁড়াতে পেরেছি...

Posted by Bonna Mirza on Thursday, November 26, 2020




নুসরাত ইমরোজ তিশা, অভিনেত্রী ও প্রযোজক
একজন সত্যিকারের কিংবদন্তি আলী যাকের। যাকে আজ আমরা হারালাম। আমার দেখা তিনি হলেন অন্যতম দয়ালু মানুষ। তিনি আমাদের সবার জন্য বাতিঘর।
দোয়া করি, আল্লাহ উনাকে শান্তিতে রাখবেন।

Aly Zaker, a true legend of Bangladesh has left us today! He was one of the kindest person I met. A lighthouse for many of us.

May Allah grant him eternal peace!

Posted by Nusrat Imrose Tisha on Thursday, November 26, 2020


চয়নিকা চৌধুরী, নির্মাতা
আংকেল, ভালো থাকবেন পরপারে। আবার দেখা হবে। শ্রদ্ধা আর ভালোবাসা..।

Aly Zaker আংকেল,
ভালো থাকবেন,পরপারে,
আবার দেখা হবে..
শ্রদ্ধা আর ভালোবাসা..

উৎপল শুভ্র, ক্রীড়া সাংবাদিক
মঞ্চের আলী যাকের হয়তো, হয়তো কেন, নিশ্চয়ই অনেক বেশি প্রভাবশালী ছিলেন। তবে তার চলে যাওয়ার খবরটা পাওয়ার পর থেকে আমার শুধুই মনে পড়ছে বহুব্রীহির ‘মামা’র কথা। টিভি নাটকে এমন আনন্দ আর কেউ দিতে পারেননি। ওপারে একই রকম আনন্দে থাকবেন মামা।
তানভীর তারেক, সাংবাদিক-সংগীতশিল্পী
‘আমি এখনও মনে করি আমাদের বুদ্ধির মুক্তি তখন [৬৯ পূর্ববর্তীকাল] তো ঘটেইনি, এমনকি আজও তা সুদূরপরাহত। বস্তুতপক্ষে বুদ্ধির মুক্তি হয়নি বলেই আমরা আমাদের বিবেকের অনুশাসনকেও মেনে চলতে শিখিনি। সে কারণেই নানাবিধ সামাজিক অনাচার, ব্যভিচার যেমন বেড়ে চলেছে, তেমনি আমাদের বুদ্ধির আয়তনও ক্রমেই সংকুচিত হচ্ছে।’
এভাবে ভাবার, এভাবে বলার মানুষগুলো কমে যাচ্ছে ক্রমশ..!!!
সাফায়েত মনসুর রানা, নির্মাতা
প্রিয় কিংবদন্তি, অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি একজন ইনস্টিটিউট। এই দিনটি আমাদের জন্য হৃদয়ভাঙা।
আপনার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করি।
আঁখি আলমগীর, কণ্ঠশিল্পী
প্রিয় মানুষ প্রিয় অভিনেতা শ্রদ্ধেয় আলী যাকের, ভালো থাকবেন ওপারে। জান্নাতবাসী হোন এই দোয়া।
পলাশ মাহবুব, নাট্যকার-সাংবাদিক
বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর বিভিন্ন অঙ্গন থেকে প্রথম যেসব প্রতিবাদ হয়েছিল তা নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছিলাম। নাম- প্রথম প্রতিবাদ। সেই তথ্যচিত্রের একটি অংশে আলী যাকের ছিলেন। তখন তার সঙ্গে প্রথম সামনাসামনি পরিচয়।
বহুমুখী, বর্ণাঢ্য এবং বর্ণিল একজন মানুষ ছিলেন তিনি।
কাজল আরেফিন অমি, নির্মাতা
মৃত্যু একটা জীবনকে শেষ করে। কিন্তু সম্পর্কটা থেকে যায়। ভালোবাসা শ্রদ্ধেয় আলী যাকের।
জয়া আহসান, অভিনেত্রী ও প্রযোজক
আলী যাকের চলে গেলেন, কিন্তু বাংলাদেশের মঞ্চকে রেখে গেলেন আরও অনেক উঁচু করে—অভিনয়ে, সংগঠনে, প্রবর্তনে। দীর্ঘাঙ্গ ছিলেন। শুধু শারীরিক অর্থে নয়, শিল্পের উচ্চতায়ও।
মুক্তিযুদ্ধ করেছেন, তার অনুপ্রেরণা মঞ্চে এনেছেন। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠায় দিয়েছেন তার পূর্ণতা।
বিনম্র শ্রদ্ধা, শিল্পী ও মুক্তিযোদ্ধা।

আলী যাকের চলে গেলেন, কিন্তু বাংলাদেশের মঞ্চকে রেখে গেলেন আরও অনেক উঁচু করে—অভিনয়ে, সংগঠনে, প্রবর্তনে। দীর্ঘাঙ্গ ছিলেন।...

Posted by Jaya Ahsan on Thursday, November 26, 2020


অনিমেষ আইচ, নির্মাতা
আবার জানলাম, মৃত্যু এক অনিবার্য পরিণতি। বিদায় প্রিয় মানুষ আলী যাকের। ভালোবাসা।
নোমান রবিন, নির্মাতা
মা বলতো ওরা টোনা-টুনি। টোনা আজ চলে গেলো। কিছু কিছু মানুষ কর্মগুণে নিজের নাম সময়ের গুডবুকে খচিত করে যান। বাংলাদেশে অনেক সৃজনশীল পাগলদের আশ্রয় ও প্রশ্রয়স্থল ছিলেন জনাব আলী যাকের। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
টনি ডায়াস, প্রবাসী অভিনয়শিল্পী
ছোটলু ভাই... মেনে নিতে কষ্ট হচ্ছে। ভালো থাকুন। আপনার শেখানো অভিনয়, মানবিক গুণাবলি আজও চেষ্টা করে যাচ্ছি জীবনে কাজে লাগানোর। সৌভাগ্য আমাদের জীবনের শুরুতেই আপনার কাছে থাকতে পেরেছিলাম।
আপনি থাকবেন আমাদের মাঝেই। আমাদের হৃদয়ে। বিনম্র শ্রদ্ধা।
শতাব্দী ওয়াদুদ, অভিনেতা
বিদায় হে অগ্ৰজ আলী যাকের!!! শ্রদ্ধা!!!
মাবরুর রশীদ বান্নাহ, নির্মাতা
আলী যাকের স্যারকে আমার জীবনের প্রথম ফিকশনেই আর্টিস্ট হিসেবে পেয়েছিলাম। জীবনের প্রথম ফিকশন থেকেই আমি স্যারের আশীর্বাদ ধন্য। আমি ভাগ্যবান। আমি অত্যন্ত ভাগ্যবান। স্যারকে নিয়ে আমার স্মৃতিগুলো অমূল্য।
এমন একটি সকাল কোনোদিনও চাইনি। কিন্তু এই বুকফাটা কষ্টের সকালটা এলো। আসতেই হলো। অনেক কিছু বলতে চাই, বলতে ইচ্ছা করছে কিন্তু লেখার শক্তি পাচ্ছি না। মহান আল্লাহ আপনাকে ভালো রাখুন প্রিয় আলী যাকের স্যার।

আলী যাকের স্যারকে আমার জীবনের প্রথম ফিকশনেই আর্টিস্ট হিসেবে পেয়েছিলাম। জীবনের প্রথম ফিকশন থেকেই আমি স্যার এর আশীর্বাদ...

Posted by Mabrur Rashid Bannah on Thursday, November 26, 2020


জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেতা
প্রিয় আলী যাকের আংকেল আর নেই! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীপংকর দীপন, নির্মাতা
তিনি একটা আস্ত প্রতিষ্ঠান ও একটা পুরো প্রজন্ম ছিলেন।
রাশেদ জামান, সিনেমাটোগ্রাফার
বাংলাদেশ কোথায় পাবে আরেকজন আলী যাকের? তার সন্তান, পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবদের প্রতি রইলো গভীর সমবেদনা।


জাহারা মিতু, চিত্রনায়িকা
এ বছর কি শুধুই বেদনার? বিদায় প্রিয় একমুখ।
বুলবুল বিশ্বাস, নির্মাতা
আমাদের বড় চাচা, আমাদের ফরিদ মামা, আমাদের আলী যাকের- বড্ড মিস করবো আপনাকে।
স্বাধীন খসরু, অভিনেতা ও প্রযোজক
ভালো থেকো বড় চাচা, দরজার ওপাশে। আমিন।
মাসুমা রহমান নাবিলা, অভিনেত্রী ও সঞ্চালক
খুবই বাজে একটি সকাল। ঘুম থেকে উঠেই এমন একটি দুঃসংবাদ পাবো, ভাবিনি। প্রিয় অভিনেতা, অতল শ্রদ্ধা।
নকীব খান, সংগীতশিল্পী
বড় একটা ধাক্কা খেলাম খবরটি শুনে। আমাদের ভালোবাসার ছোটলু ভাই আর নেই! জাতি একজন কিংবদন্তিকে হারালো। প্রার্থনা করি, তিনি জান্নাত পাবেন। আমিন।
আশরাফুল আলম রিপন, নির্মাতা
আমার সৌভাগ্য মঞ্চে ‘গ্যালিলিও’ দেখেছি। স্যালুট আলী যাকের।
কবির বকুল, গীতিকবি ও সাংবাদিক
তিনিও চলে গেলেন! আমরা কি ক্রমশ অভিভাবকশূন্য হয়ে পড়ছি?
জহিরুল ইসলাম সোহেল, প্রযোজক
বিদায় শ্রদ্ধেয় আলী যাকের। আরেকজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গেলেন। ২০২০ সাল কি শুধুই চলে যাওয়ার জন্য!
আল্লাহ যেন আপনাকে ওপারে শান্তিতে রাখেন। আমিন।

বিদায় শ্রদ্ধেয় আলী যাকের।আরেকজন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গেলেন।২০২০ সাল কি শুধুই চলে যাওয়ার...

Posted by Zahirul Islam Shohel on Thursday, November 26, 2020


সায়েম সালেক, সঞ্চালক
নক্ষত্রের বিদায়...!!
কচি খন্দকার, অভিনেতা ও নির্মাতা
খবরটি শুনে বিষণ্নতায় মনটা ভরে গেল। একজন অসাধারণ অভিনেতার চলে যাওয়া। আর কোনোদিন মঞ্চ আলোকিত করে ‘নূরুলদীন’ বা ‘গ্যালিলিও’-সহ অসংখ্য চরিত্র নিয়ে দাপটের সাথে দাঁড়াবেন না।
আমাদের এই শ্রেষ্ঠ অভিনেতাকে শ্রদ্ধাঞ্জলি। আপনি থাকবেন মানুষের হৃদয়ে চিরদিন।
আনজাম মাসুদ, নির্মাতা ও সঞ্চালক
শোকের মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বাড়ছে শূন্যতা। বিনম্র শ্রদ্ধা।
ইমতিয়াজ বর্ষণ, অভিনেতা
প্রিয়, অন্য পৃথিবীতে ভালো থাকুন।
চঞ্চল চৌধুরী, অভিনেতা
গভীর শোক ও শ্রদ্ধা। চলে গেলেন যাকের ভাই...! আমরা হারালাম প্রিয় নাট্যজন, একজন প্রাণের মানুষকে।

গভীর শোক ও শ্রদ্ধা ....
চলে গেলেন যাকের ভাই...
আমরা হারালাম প্রিয় নাট্যজন,
একজন প্রাণের মানুষকে.....

Posted by Chanchal Chowdhury on Thursday, November 26, 2020


জয়ন্ত চট্টোপাধ্যায়, অভিনেতা ও আবৃত্তিশিল্পী
আলী যাকের, জীবনে পেয়েছো যতো দিয়ে গেছো তারচেয়ে বেশি। অশ্রুসিক্ত বিদায়, প্রিয় ছোটলু ভাই।
সঞ্জয় সমদ্দার, নির্মাতা
আমাদের শৈশব, কৈশোরকে রাঙিয়ে দেয়া মানুষগুলো হারিয়ে যাচ্ছে। পাইপলাইনে তাদের মতো কাউকে না রেখেই চলে যাচ্ছেন।
ভালো থাকবেন বড় চাচা কিংবা মামা...। পরম করুণাময় আপনাকে ভালো রাখুক।
আজমেরী হক বাঁধন, অভিনেত্রী
আংকেল স্বর্গে শান্তিতে থাকুন...। আমিন।
মনির হোসাইন জীবন, নির্মাতা
আমার ‘আজ রবিবার’-এর বড় চাচা তিনি। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের বিশিষ্ট শক্তিমান অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, মহান বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা আলী যাকের আর নেই। ভাবতেই বুক ফেটে যায়।
খ্যাতিমান এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
তানভীন সুইটি, অভিনেত্রী
আরেক নক্ষত্রের বিদায়। তার আত্মার চিরশান্তি কামনা করছি। বিনম্র শ্রদ্ধা জানাই।

আরেক নক্ষত্রের বিদায়।বিশিষ্ট অভিনেতা,স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম...

Posted by Tanven Sweetyy on Thursday, November 26, 2020


পপি, চিত্রনায়িকা
গভীর শোক ও শ্রদ্ধা। আলী যাকের আংকেল আর নেই! তার আত্মার মাগফিরাত কামনা করছি।
সকাল আহমেদ, নির্মাতা
আরও এক নক্ষত্রের বিদায়। বীর মুক্তিযোদ্ধা, নাট্যজন আলী যাকের।
ফকির আলমগীর, গণসংগীতশিল্পী
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে ঋষিজ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যজন আলী যাকেরের মৃত্যুতে ঋষিজ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

Posted by Fakir Alamgir on Thursday, November 26, 2020


মাজহারুল ইসলাম, সংগীত প্রযোজক
আলী যাকের। অনেক পরিচয় তার। খ্যাতিমান অভিনেতা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। আমাদের প্রিয় ছোটলু ভাই। আজ ভোরে না ফেরার দেশে চলে গেলেন।
অন্তিম যাত্রায় সশ্রদ্ধ অভিবাদন ছোটলু ভাই। যেখানেই থাকেন ভালো থাকবেন।
পিকলু চৌধুরী, নির্মাতা
সম্ভবত আলী যাকের ভাই ক্যামেরার সামনে শেষ কথা বলেছিলেন ২২ ফেব্রুয়ারি! মামুনুর রশীদ ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটি প্রামাণ্যচিত্রের জন্য তিনি কথা বলেছিলেন সেদিন। আমি নির্মাণ করেছিলাম সেই প্রামাণ্যচিত্র।
তার সাথে প্রথম পরিচয় বা দেখা আমার রেদওয়ান রনি ভাইয়ের ‘এই সময়ে সেই সব মানুষেরা’ সিরিয়ালের কাজে। আমরা মুগ্ধ হয়ে তার অভিনয় দেখতাম সেটে!
তার সাথে কাজ করার ইচ্ছা এই দেশের সকল পরিচালকের ছিল, এই কথা নিঃসন্দেহে বলা যায়! তার সাথে ছোট একটি কাজ করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি!
ভালো থাকবেন ভাই, অজানা দুনিয়ায়!

সম্ভবত আলী যাকের ভাই শেষ ক্যামেরার সামনে শেষ ২২ ফেব্রুয়ারি কথা বলেছিলেন! মামুনুর রশীদ ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটি...

Posted by Picklu Chowdhury on Friday, November 27, 2020


মেহজাবীন চৌধুরী, অভিনেত্রী
প্রিয় আলী যাকের আংকেল আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওমর সানী, অভিনেতা
গভীর শোক ও শ্রদ্ধা।
বিশিষ্ট অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আলী যাকের আংকেল আর নেই। তার আত্মার মাগফেরাত কামনা করছি।

গভীর শোক ও শ্রদ্ধা বিশিষ্ট অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম...

Posted by Omar Sani on Thursday, November 26, 2020


মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, নির্মাতা
ভালো থাকুন ওপারে...।


অপি করিম, অভিনেত্রী
বিদায় আমার গ্যালিলিও!!

Goodbye my Gallelio!!

Posted by Aupee Karim on Friday, November 27, 2020


নবনীতা চৌধুরী, সাংবাদিক ও কণ্ঠশিল্পী
আহা! খুব ভালো লাগলো! মনে হলো, এই আপনজনদের বৈঠকখানা থেকে ঘুরে এলাম। এদের মতো সৌভাগ্যবান কে আছেন, যারা তাদের শিল্পচর্চা আর শিল্পীসত্তা দিয়েই আমার মতো কোটি কোটি মানুষের একান্ত আপনজন হয়ে উঠেছেন!
তাদের কাউকে হারালে তাই, সে বেদনা বুকে বাজে।

আহা! খুব ভাল লাগল! মনে হল, এই আপনজনদের বৈঠকখানা থেকে ঘুরে এলাম। এঁদের মত সৌভাগ্যবান কে আছেন, যারা তাঁদের শিল্পচর্চা আর...

Posted by Nobonita Chowdhury on Thursday, November 26, 2020


গোলাম সোহরাব দোদুল, নির্মাতা
শিল্পীর মৃত্যু নেই। শুধুই দেহত্যাগ। অনন্ত যাত্রা আনন্দের হোক। আত্মার শান্তি কামনা করছি। প্রিয় মানুষ #ছটলুকাকা।
আরও:

নন্দিত অভিনেতা আলী যাকের আর নেই



‘কবর’ দিয়ে শুরু করোনায় শেষ...

আলী যাকেরের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি
আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
প্রস্থানে আলী যাকের: মুক্তিযুদ্ধ জাদুঘরে শ্রদ্ধা, বনানী কবরস্থানে দাফন

হারতে হারতেও তিনি এলেন ‘নূরলদীন’ হয়ে (ভিডিও)

প্রস্থানে আলী যাকের: মুক্তিযুদ্ধ জাদুঘরে বিউগলের সুর আর ফুলেল শ্রদ্ধা

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আলী যাকের

 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!