X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তারেক মাসুদের জন্মদিনে ১০ স্বল্পদৈর্ঘ্য

বিনোদন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ১৬:৪২আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৯:১৩

তারেক মাসুদ ৬ ডিসেম্বর বিকল্প ধারার চলচ্চিত্রের পথিকৃৎ তারেক মাসুদের জন্মদিন। এদিনকে ঘিরে তরুণ নির্মাতাদের নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা।
যার মধ্যে নির্বাচন করা হয়েছে সেরা ১০টি চলচ্চিত্র। আর এগুলো সবই দেখা যাবে অনলাইনে।
বিষয়টি নিশ্চিত করেছে প্রতিযোগিতার আয়োজক তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট সূত্র। এটি সহযোগিতায় আছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও ইমেশন ক্রিয়েটর। এর আগে চলচ্চিত্রগুলো একটি মিলনায়তনে প্রদর্শনের কথা ছিল। করোনার কারণে এটি এবার অনলাইনে হবে।
নির্বাচিত স্বল্পদৈর্ঘ্যগুলো হলো, ৪০৪ এরর, আগুয়ান, বিফোর দ্য ল, বায়োস্কোপ, ইন্টারভ্যাল, লটারি, মিনিয়াং, নাথিং হ্যাপেন্ড দ্যাট নাইট এবং দ্য এন্ডলেস সার্কেল।
আগামী ৬ ডিসেম্বর একটি অনলাইন প্ল্যাটফর্মে এগুলো দেখানো হবে বলে জানালেন ইমেশন ক্রিয়েটরের প্রধান ও আয়োজনের অন্যতম বিচারক নির্মাতা প্রসূন রহমান।
তিনি বলেন, ‘‘জীবন ঘনিষ্ঠ ও দূরদৃষ্টিসম্পন্ন নির্মাতা হিসেবে তারেক মাসুদ নতুন প্রজন্মকে উৎসাহ দিতেন সবসময়। তাই ‘রিলে-রেস’-এর মতো করে পূর্বসূরিদের কাজকে এগিয়ে নেওয়ার কথা যেমন ভাবতেন, তেমনি পরবর্তী প্রজন্মকেও অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার জন্যে প্রস্তুত করে তুলতেন। সেই ভাবনা থেকেই চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা।’’
জানা যায়, চতুর্থবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৫৭টি চলচ্চিত্র জমা পড়েছিল।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন ক্যাথরিন মাসুদ, মোরশেদুল ইসলাম, খুশী কবির, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন।

তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ২০২০ নির্বাচিত সেরা ১০...

Posted by Tareque Masud Short Film Competition on Wednesday, December 2, 2020
/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
ট্রেলারে ‘কাজলরেখা’: সংস্কৃতি ও রহস্যের মেলবন্ধন
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
কপি’যুদ্ধ সেরে বুবলীর রাজ’কীয় চমক!
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
পাভেলের লিভিং রুম সেশানে জাহিদের কণ্ঠে ‘হে নামাজি’
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
নোরা এবার র‌্যাপার! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!