X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৬ বছর পর মৌলিক গানে!

বিনোদন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১১:০৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১২:৪৮

অভী তালুকদার ফোক ঘরানার শিল্পী অভী তালুকদারের মৌলিক গানের অ্যালবাম ‘এফ এ সুমন ফিট অভী’ প্রকাশ হয় ২০১৪ সালে।
এরপর তিনি নিয়মিত বিভিন্ন গানের কাভার সঙ করলেও মৌলিক গান আর প্রকাশ করেননি। টানা ৬ বছর পর আবারও হাজির হচ্ছেন মৌলিক গান নিয়ে।
গানটির নাম ‘মুর্শিদ’। কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী। সুর ও সংগীত পরিচালনা করেছেন টফি রেনার।
গানের কথাগুলো এমন- অচিন দেশে তোমায় খুঁজি/ পথ হারিয়ে কোথায় চলি/ দিশা নাহি আমি পাইগো মুর্শিদ/ তোমার দেখা চাইগো মুর্শিদ/ তোমায় যদি পাই।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে টফি রেনারের স্টুডিওতে ‘মুর্শিদ’ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আসছে নতুন বছরে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে গানটির ভিডিও প্রকাশ হবে বলে অভী জানিয়েছেন।
তবে তার আগেই গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে প্রযোজনা সূত্রে।
গানটি প্রসঙ্গে অভী তালুকদার বলেন, ‌‌‘অনেক দিন পর মৌলিক গানে ফিরছি। এটা ভালোলাগার বিষয়। গানটি বেশ ভালো হয়েছে। কথা ও সুর হৃদয় ছুঁয়ে যাবে শ্রোতাদের।’
পরান ফকিরের লেখা, নবীন চন্দ্র রাজবংশীর সুর ও বালামের সংগীতে ‘দয়াল তোমারও লাগিয়া’ গানটি কাভার করে ২০০৬ সালে প্রথম আলোচনায় আসেন কণ্ঠশিল্পী অভী তালুকদার। গানটি জি সিরিজ থেকে ‘প্রেম শিকারী’ অ্যালবামে প্রকাশ হয়।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল