X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯

সবাই পুরস্কারটিই দেখছে, কষ্টটা নয়

বিনোদন ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ২০:৫১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন তরুণ শিল্পী সুনেরাহ বিনতে কামাল। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক গেজেটের মাধ্যমে সেটি নিশ্চিত করা হয়। এমন প্রাপ্তিতে বাংলা ট্রিবিউন-এর কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান এই অভিনেত্রী-

‘ন ডরাই’ ছবিতে সুনেরাহ বিনতে কামাল প্রথম পুরস্কার, অবশ্যই ভালো লাগছে। সকাল থেকে অনেকেই আমাকে ফোন দিয়েছেন। কিন্তু আজকের দিনে আমি এতটাই ব্যস্ত যে, কারও সঙ্গে কথাও বলতে পারিনি। এমনকি প্রজ্ঞাপনটিও এখনও চোখে দেখতে পারিনি। সবাই অভিনন্দন জানাচ্ছে। খুবই ভালো লাগছে। তবে অনেকেই মনে করছেন, প্রথমেই জাতীয় পুরস্কার পেয়ে গেছি। কেউ হয়তো বুঝতে পারছেন না আমাদের পরিশ্রমটা।

‌‘ন ডরাই’ শুটিংয়ের আগ দিয়ে টানা ৩ মাস কক্সবাজারে আমরা সার্ফিংয়ের অনুশীলন করেছিলাম। স্থানীয় ভাষাও শিখতে হয়েছিল। এ দুটো কাজই ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। এটা করার পর অভিনয়টা আমাদের জন্য সহজ হয়ে যায়। একটি ছবির জন্য আমাদের যে পরিমাণ কষ্ট করতে হয়েছিল, তা অনেক কাজের সমানও বলা যায়।
সব মিলিয়ে ‘ন ডরাই’ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর প্রাপ্তিটাও অনেক। এই যেমন জাতীয় পুরস্কারের মতো সবচেয়ে কাঙ্ক্ষিত সম্মান আমি আমার প্রথম ছবির মাধ্যমেই পেলাম। পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই।
অনুলিখন: ওয়ালিউল বিশ্বাস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…