X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আবীরের নাক থেকে গন্ধ উধাও!

বিনোদন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২০, ০০:৫৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৫:০১

আবীর চট্টোপাধ্যায় কোনও লক্ষণ নেই, শুধু নাক থেকে গন্ধটা উধাও! এতেই আবীর চট্টোপাধ্যায় মোটামুটি নিশ্চিত, এ যাত্রায় রক্ষাটা আর হলো না। তাকেও আক্রান্ত হতে হলো করোনাভাইরাসে।
অথচ বলাবলি হচ্ছিলো, করোনা ইস্যুতে টলিউডের সবচেয়ে সচেতন গুটিকয় শিল্পীর মধ্যে আবীর ছিলেন অন্যতম। কারণ, শুটিং শট হোক আর সেলফি- তার নাক থেকে মাস্ক টেনে নামাতে হতো অনুরোধের সুরেই।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন সংক্রমণের খবর। লিখেছেন, ‘অবাক করা ব্যাপার হলো, সম্পূর্ণ সুস্থবোধ করছি আমি। ভালোই আছি। শুধু নাক থেকে গন্ধের অনুভূতিটুকু উধাও হয়ে গেলো!’
জানান, আপাতত সব প্যাকআপ করে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন আবীর। পরিবারের সদস্যরাও শিগগিরই করোনা পরীক্ষা করাবেন বলেও জানিয়েছেন এই অভিনেতা।
সংক্রমিত হওয়া প্রসঙ্গে আবীর বলেন, ‘আবারও প্রমাণ হলো এ জীবনে কিছুই নিশ্চিত নয়। সব রকম সুরক্ষা মেনেও কোভিডে আক্রান্ত হয়েছি। আমার প্রযোজনা সংস্থা সব রকম সুরক্ষা ব্যবস্থা নিয়েছিল। এ ব্যাপারে আমি নিজেও আমার প্রোডাকশন টিমের সঙ্গে যথেষ্ট সতর্ক হয়েই কাজ করেছি। কিন্তু, তারপরও সংক্রমিত হলাম।’
গত ১৭ ডিসেম্বর শেষ শুটিংয়ে অংশ নেন আবীর। এটি ছিল বিজ্ঞাপনের কাজ। শুটিংয়ে অনেকেই অভিনেতার সংস্পর্শে এসেছিলেন। তাদের প্রতি আবীরের সতর্ক বার্তা, ‘কাজের সূত্রে যারা আমার কাছাকাছি এসেছেন তাদের অনুরোধ করবো, নিজেদের সুরক্ষার জন্য করোনা পরীক্ষা করিয়ে নিন।’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
ফারিণের ৮ বছরের অপেক্ষা শেষ হচ্ছে ২৪ মে
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
অজানা তথ্য সামনে আনলেন পরিণীতি
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...