X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জ্যাজ ও শাস্ত্রীয় ঘরানার গানে

ওয়ালিউল মুক্তা
০২ ফেব্রুয়ারি ২০১৬, ০০:০৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০২

একটু ভিন্ন সুরে, আলতো রঙে আসবেন ফাহমিদা নবী। তার কথায়, 'আধেক আমাকে' পাবেন শ্রোতারা। কেন? এ প্রশ্নটা হতেই পারে।

ফাহমিদা নবী। ছবি: সাজ্জাদ হোসেন। কেন? প্রশ্নটি করতে পারেন। উত্তরে ফাহমিদা বললেন, ‘‘আমার আমাকে তো পাবেই শ্রোতারা। এটা তো আর বদলাবে না। কিন্তু গানের সুরটা একেবারে আলাদা। এ ধরনের কাজে আমাকে শ্রোতারা পায়নি। এটা হচ্ছে জ্যাজ ধাঁচের কাজ। গানটির নাম 'মেঘলা মন'।’’

গানটির কথা লিখেছেন আতাউর রহমান। এর সুর বসিয়েছেন রঞ্জন সাহা।

গানটি নিয়ে পরিকল্পনার কথাও বললেন এ শিল্পী। শিগগিরই এর ভিডিও তৈরির কাজ শুরু হবে। এটি পরিচালনা করবেন চন্দন রায় চৌধুরী। ভালোবাসা দিবস উপলক্ষে এটি প্রকাশ করা হবে।

শুধু এটিই নয়। দিবসটি ঘিরে আরও একটি গান প্রকাশ হচ্ছে তার। এটির শিরোনাম 'সাদাকালো'। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে আছেন সংগীতশিল্পী শান। সুর-সংগীতও করেছেন তিনি।

ফাহমিদার কথায়, ‘এটার সুর অসাধারণ। সঙ্গে শাস্ত্রীয় একটা ভাব আছে। এটি মূলত নতুন অ্যালবামের গান। তবে আলাদাভাবে আগে প্রকাশ করা হবে।’

এ গানটির কথা লিখেছেন ইবনে সুমন। আর ভিডিও পরিচালনায় আছেন লতা। এর মধ্যে ‘সাদাকালো’ গানটির দৃশ্যধারণ শেষ। আর ‘মেঘলা মন’ গানটির ভিডিওটি চলতি সপ্তাহেই ধারণ করা হবে।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার