X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এবার হৃত্বিকের বিবৃতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ মার্চ ২০১৬, ১২:২৩আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৬:৩৫

হৃত্বিক কঙ্গনা।
অবশেষে কঙ্গনা রনাউতের সঙ্গে চলমান আইনি লড়াই নিয়ে মুখ খুললেন হৃত্বিক রোশন। বৃহস্পতিবার তিনি প্রকাশ্যে জানান, যে ইমেইল আইডিটি নিয়ে কথা হচ্ছে, সেটি তার ছিল না।

আনুষ্ঠানিক এক বিবৃতিতে হৃত্বিক বলেন, ‘যেকোনও ব্যক্তিগত বিষয় জন পরিসরে চলে আসলে তা নিয়ে অহেতুক বিতর্ক শুরু হয়। কেননা স্বাভাবিকভাবেই সবাই তো পুরো সত্যটা জানে না।’

তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট সকলের প্রতি সম্মান রেখেই আমি সমস্যার সমাধানের লক্ষ্যে আইনি পথ বেছে নিয়েছি। ব্যক্তিগত গোপনীয়তার ভঙ্গ করা নৈতিকতার চরম লঙ্ঘন। সম্মানজনক নীরবতা একটা পর্যায় পর্যন্ত সম্মানজনক থাকে, কিন্তু একটা সময় আসে যখন নিজের ও পরিবারের সম্মান রক্ষায় মুখ খুলতেই হয়।’

হৃত্বিক বলেন, [email protected] এই আইডিটি তার নয়। তিনি আরও জানান এ বিষয়ে ২০১৪ সালের ১২ ডিসেম্বর তিনি মুম্বাই সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছিলেন।

তিনি বলেন, ‘আমার অভিযোগটি ২০১৬ সালের ৫ মার্চ পুনরায় কার্যকর হয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই আইডির মালিককে শনাক্ত করার চেষ্টা করছে। সেটি হয়ে গেলেই বিষয়টি সুরাহা হতে পারে।’

কঙ্গনার নাম না নিয়ে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত এটুকু বলতে পারি, মানসিক স্বাস্থ্য ও ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটি কোনও ব্যক্তিগত আক্রমণ হিসেবে বলছি না। আমাকে চুপ থাকতে বলা হয়েছিল, তাই দুই বছর ধরেই চুপ ছিলাম।’

বিতর্কটি শুরু হয় যখন কঙ্গনা এক সাক্ষাৎকারে হৃত্বিককে নিজের প্রাক্তন প্রেমিক বলে দাবি করেন। সেই থেকে দ্বন্দ্বটি গড়ায় আদালত পর্যন্ত।

সূত্র: আইএএনএস

/ইউআর/এম/      

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা