X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কাক রূপে অক্ষয়!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ০০:০০আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১২:২৬

কাকরূপী অক্ষয় বলিউড সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘এনথিরান-২’ এ অক্ষয় কুমার এমনভাবে হাজির হচ্ছেন যে তাকে চেনাই যাচ্ছে না।

অভিনয় জীবনে প্রথমবারের মতো বিরাট বাজেটে খল চরিত্রে এ সিনেমায় অভিনয় করছেন অক্ষয়। এখন সিনেমাটির শ্যুটিং চলছে। সিনেমায় অক্ষয়ের চরিত্রের প্রথম যে ছবিটি প্রকাশ হয়েছে, তা দেখে অনেকে চমকে গেছেন।
প্রকাশিত ছবি দেখে বোঝা যায়, চরিত্রটিতে কাকের চেহারার ছাপ রয়েছে। এতে অক্ষয় এক বিচিত্র বিপথগামী বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করবেন।
বার্তাসংস্থা ইএএনএসকে এক সূত্র জানায়, বিজ্ঞানী রিচার্ডের চরিত্রে অক্ষয় অভিনয় করবেন। একটি বৈজ্ঞানিক পরীক্ষায় ভুলের ফলে ওই বিজ্ঞানী পাগল হয়ে যান এবং চেহারা নষ্ট হয়ে যায়। এ চরিত্রের জন্য অক্ষয়কে পুরো শরীরকে পরিবর্তন করতে হয়েছে।
যে ছবিটি প্রকাশ করা হয়েছে তা দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তোলা হয়েছে। স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ একটি ফুটবল খেলার দৃশ্য ধারণ করা হচ্ছে।
সূত্র আরও জানায়, দিল্লির শ্যুটিং আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর টিম মরক্কোর উদ্দেশে রওনা দেবে। সেখানে দীর্ঘদিন অবস্থান করে সিনেমার গুরুত্বপূর্ণ অংশগুলো শ্যুটিং হবে।
রজনীকান্ত এখনও দিল্লির শ্যুটিংয়ে যোগ দেননি জানিয়ে সূত্র জানায়, মার্চের ৩০ তারিখ তিনি যোগ দিতে পারেন। দিল্লির শ্যুটিংয়ে অক্ষয়ের গুরুত্বপূর্ণ অংশ রয়েছে।
শংকর পরিচালিত সিনেমায় আরও অভিনয় করছেন অ্যামি জ্যাকসন।
সিনেমাটিতে অক্ষয়ের চরিত্রের প্রথম ছবি প্রকাশের তার ভক্তরা সিনেমাটির মুক্তির অপেক্ষা শুরু করেছেন।
সূত্র: আইবিএন লাইভ

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা