X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

ফরিদা পারভীনের মৃত্যুর গুজব

বিনোদন রিপোর্ট
০৮ জুলাই ২০২৫, ১২:৫৭আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৩:৫৪

দীর্ঘদিন ধরেই কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন বরেণ্য লালল সংগীতশিল্পী ফরিদা পারভীন। এর আগে দুইবার তাকে আইসিইউতে নেওয়া হয়। ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক জটিলতা তৈরি হওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়েছে এই গুণী শিল্পীকে। তার অবস্থা বেশ সংকটাপন্ন বলে জানিয়েছেন ভাওয়াইয়া শিল্পী ও গীতিকার একেএম মোস্তাফিজুর রহমান।  

মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে গাজী ভাইয়ের (ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম) সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন ফরিদা আপার অবস্থা বেশ সঙ্কটাপন্ন। তার শারীরিক অবস্থা ভীষণ খারাপ। তিনি ফরিদা আপার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

এদিকে গত রাত থেকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। খবরটি সঠিক নয় জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজী ভাই এটাও বলেছেন। ফেসবুকে ফরিদা পারভীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তার পরিবারের সবার খারাপ লাগছে। এমন কাজ থেকে সবাইকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছেন তিনি।’

বলা প্রয়োজন, ফরিদা পারভীন গত কয়েক বছর ধরে কিডনির রোগ, শ্বাসকষ্ট জনতি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি।

উল্লেখ্য, ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
ইতিহাস গড়লেন স্কারলেট
ইতিহাস গড়লেন স্কারলেট
যুক্তরাষ্ট্রে চিত্রায়িত দুটি গানচিত্র
যুক্তরাষ্ট্রে চিত্রায়িত দুটি গানচিত্র
ব্ল্যাক-ম্যাজিক নিয়ে তিশা-ইয়াশ-উর্বি
ব্ল্যাক-ম্যাজিক নিয়ে তিশা-ইয়াশ-উর্বি
উপন্যাসের ৯০ বছর পূর্তিতে সিনেমা মুক্তি
উপন্যাসের ৯০ বছর পূর্তিতে সিনেমা মুক্তি